For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরের মরসুমে 'এটিকে মোহনবাগান' দলে কোচ কে?

পরের মরসুমে এটিকে মোহনবাগান দলে কোচ কে?

  • |
Google Oneindia Bengali News

বাংলা থেকে দুই লিগে ভারতসেরা দুই ক্লাব। একদিকে আই লিগে চ্যাম্পিয়ন মোহনবাগান। অন্যদিকে শনিবার আইএসএলে ট্রফি জিতল এটিকে। করোনা হানার মাঝে গোয়ায় মাঠে দর্শকহীন ফাঁকা গ্যালারির সামনে চেন্নাইয়ান এফসিকে হারিয়ে তৃতীয় বারের জন্য আইএসএল খেতাব ঘরে তুলল এটিকে। যারপরে পরের মরসুমের জন্য 'এটিকে মোহনবাগান' ফ্রাঞ্চাইজির কোচের নাম ঘোষণা করে দিলেন মালিক সঞ্জীব গোয়েঙ্কা।

এটিকে-মোহনবাগানের সংযুক্তিকরণ

এটিকে-মোহনবাগানের সংযুক্তিকরণ

পরের মরসুমে আইএসএল খেলতে চলেছে মোহনবাগান। তবে এককভাবে নয়, ক্লাবের নতুন ইনভেস্টোর হিসেবে জুড়তে চলেছে এটিকে। মোহনবাগান ক্লাবের সিংহভাগ শেয়ার এটিকের অধীনেই থাকতে চলেছে। শতাব্দীপ্রাচীন মোহনবাগান নামটিতেও পরিবর্তন হতে চলেছে। পরের মরসুমে 'এটিকে মোহনবাগান' নামে আইএসএল খেলবে মেরিনার্স। তবে নতুন ক্লাবের জার্সি সবুজ-মেরুন রঙেই থাকছে। সেই সঙ্গে জার্সিতে মোহনবাগানের লোগোই থাকতে চলেছে।

 নতুন কোচ কে

নতুন কোচ কে

মোহনবাগান ও এটিকে ক্লাবের যে সংযুক্তিকরণ হতে চলেছে, তা আগে থেকেই জানা ছিল। এরপর কিবু ভিকুনার কোচিংয়ে মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরই নতুন ক্লাব এটিকে মোহনবাগানের কোচ কে হবেন? সেই প্রশ্ন তৈরি হতে থাকে। এর মাঝে শনিবার অ্যান্তোনিও হাবাসের কোচিংয়ে তৃতীয়বারের জন্য এটিকে চ্যাম্পিয়ন হলে ফের সংযুক্ত নতুন ক্লাবের কোচ কে হতে পারেন সেই নিয়ে জল্পনা দ্বিগুণ হয়।

সঞ্জীব গোয়েঙ্কা যা জানালেন

সঞ্জীব গোয়েঙ্কা যা জানালেন

এটিকে তৃতীয় বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরই হাবাসকে নতুন মরসুমে 'এটিকে মোহনবাগান' দলের কোচ থাকছেন জানিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। হাবাসের প্রশাংসা করে গোয়াঙ্কা আরও বলেন, এটিকের ক্লাবে হাবাস কাজ করলেই আমরা চ্যাম্পিয়ন হই। সেই কম্বিনেশন ধরে রেখেই এগোনো হবে।

কিবুর ভবিষ্যত

কিবুর ভবিষ্যত

শুধু হাবাসের নয়, কিবু ভিকুনারও প্রশংসা করেছেন সঞ্জীব গোয়াঙ্কা। মোহনবাগানের চ্যাম্পিয়ন স্প্যানিশ কোচ কিবুকে নিয়ে এটিকে মালিক গোয়েঙ্কা বলেছেন,'কিবুও দারুণ কোচ। দেখা যাক, কী হয়!'

English summary
sanjiv goenka revealed Antonio Habas as new coach of atk Mohunbagan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X