For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হ্যারি কেনের ইংল্যান্ডকে টাইব্রেকার-খোঁচা নিউজিল্যান্ড ক্রিকেটারদের, সচিন নিরপেক্ষ

Google Oneindia Bengali News

১৯৬৬ সালের বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম কোনও মেজরের ফাইনালে উঠেছিল হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড। কিন্তু গতকাল ওয়েম্বলির ফাইনালে প্রথমে এগিয়ে গিয়েও জয় পায়নি থ্রি লায়ন্স। প্রথমে সমতা ফেরায় ইতালি, তারপর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়নও হয়। এরপরই নিউজিল্যান্ডের ক্রিকেটাররা ইংল্যান্ডের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন।

কিউয়িদের ক্ষত

কিউয়িদের ক্ষত

ইংল্যান্ডের মাটিতেই প্রথম আইসিসি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে। কিন্তু লর্ডসে ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয়ের ক্ষত যে আজও কিউয়িদের মধ্যে কতটা দগদগে তা ফের স্পষ্ট হলো।

সেদিনের ফাইনালে

সেদিনের ফাইনালে

২০১৯ সালের ১৪ জুলাই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ইয়ন মর্গ্যানের ইংল্যান্ড ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড তুলেছিল ৮ উইকেটে ২৪১ রান। এরপর ইংল্যান্ড ৫০ ওভারে ২৪১ রানে অল আউট হয়ে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। ইংল্যান্ড তোলে ১৫। জিততে শেষ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল ২ রান। এক রান পূর্ণ করে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন মার্টিন গাপতিল। নিউজিল্যান্ডের মারা ১৭টি বাউন্ডারির তুলনায় বেশি ২৬টি বাউন্ডারি মারার নিরিখে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল নিউজিল্যান্ডকেষ ২০১৫ সালের পর ২০১৯ সালে ফাইনালে উঠেও বিশ্বকাপ না জিততে পারার হতাশা গ্রাস করেছিল নিউজিল্যান্ডকে। তাই ওয়েম্বলিতে ইংল্যান্ডের পরাজয় দেখে কিউয়িদেরই তো খুশি হওয়ার দিন!

নিশামের খোঁচা

২০১৯ বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ড দলে থাকা জিমি নিশাম টুইট করে লিখেছেন, কেন পেনাল্টি শুটআউট হলো! যে বেশি পাস খেলেছে তাদেরই তো চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল। সঙ্গে তিনি হাসির ইমোজি দিয়ে লেখেন মজা করছি। যদিও পরিসংখ্যান বলছে, গতকালের ম্যাচে পাস খেলা বা বল দখলের লড়াই সবেতেই থ্রি লায়ন্সের চেয়ে প্রায় দ্বিগুণ এগিয়ে আজুরিরা।

ছাড়েননি স্টাইরিস

নিউজিল্যান্ডের আরেক প্রাক্তন স্কট স্টাইরিস কেনদের কটাক্ষ করে টুইটে লিখেছেন, আমি বুঝলাম না কেন বেশি কর্নার পাওয়া ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল না!

সচিনের শুভেচ্ছা

কোপা আমেরিকা ফাইনালের পর যেমন লিওনেল মেসি ও নেইমারের জন্য আলাদা টুইট করেছিলেন বা নোভাক জকোভিচ জেতার পর টুইট করেছিলেন, ঠিক তেমনভাবেই সচিন তেন্ডুলকর টুইটে অভিনন্দন জানিয়েছেন ইউরো চ্যাম্পিয়ন ইতালিকেও। এমনকী ফাইনালে ওঠা এবং শেষ অবধি উপভোগ্য ম্যাচ উপহার দেওয়ার জন্য ইংল্যান্ডেরও প্রশংসা করেছেন মাস্টার ব্লাস্টার।

English summary
Sachin Tendulkar Congratulated Euro Cup Champion Italy. Harry Kane's England Being Mocked By New Zealand Cricketers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X