For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় দিয়েই অভিষেক ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ কোচ ম্যাসনের

Google Oneindia Bengali News

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড। সর্বকনিষ্ঠ ম্যানেজার বা কোচের রেকর্ডটি নিজের দখলে নিলেন রায়ান ম্যাসন। শুধু তাই নয়, ইপিএলে তাঁর কোচিং অভিষেক হলো দুরন্ত জয় দিয়েই।

জয় দিয়েই অভিষেক ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ কোচের

সম্প্রতি টটেনহাম হটস্পারের কোচ বা ম্যানেজারের পদ থেকে অপসারিত হন হোসে মোরিনহো। দলের দায়িত্ব তুলে দেওয়া হয় রায়ান ম্যাসনের হাতে। টটেনহামের হয়ে আট বছর খেলেছেন ম্যাসন। তারপর টটেনহামেই কোচিং কেরিয়ার শুরু করেন। অনূর্ধ্ব ১৯ উয়েফা ইউথ লিগে আকাদেমির কোচের দায়িত্ব পালনের পাশাপাশি ২০২০-র অগাস্টে তাঁকে প্লেয়ার ডেভেলপমেন্টের প্রধানের দায়িত্ব দেয় টটেনহাম। গত ১৯ এপ্রিল মরিনহোকে সরানোর পর চলতি মরশুমের বাকি ম্যাচগুলির জন্য ম্যাসনের হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়।

২৯ বছর ৩১২ দিন বয়সে ইপিএলে কোচ বা ম্যানেজার হিসেবে অভিষেক হলো রায়ান ম্যাসনের। তিনি ভাঙলেন ১৯৯৮ সালে ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার হিসেবে আত্তিলিও লোম্বার্ডো (৩২ বছর ৬৭ দিন)-এর রেকর্ড। সবচেয়ে মজার কথা হলো, যে দলকে তিনি এখন প্রশিক্ষণ দিচ্ছেন অন্তর্বর্তী ম্যানেজার বা কোচ হিসেবে সেই দলের পাঁচজন ফুটবলারের বয়স ম্যাসনের চেয়ে বেশি। কোচ হিসেবে রায়ানের অভিষেক ম্যাচে সাউদাম্পটনকে ২-১ গোলে হারাল টটেনহাম। এই জয়ের সুবাদে ৩৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় ছয়ে উঠে এল ম্যাসনের দল। চারে থাকা চেলসির সঙ্গে টটেনহামের পয়েন্টের ব্য়বধান ২, তিনে থাকা লেস্টারের চেয়ে তিন পয়েন্ট পিছনে রয়েছে তারা।

অন্যদিকে, সুপার লিগ নিয়ে বিতর্কের মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম মিনিটেই গোল হজম করেও ফিল ফডেন ও রড্রির গোলের সুবাদে ২-১ ব্যবধানে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ম্যান সিটি। ৩৩ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে লিগশীর্ষে রয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যান সিটির ম্যানেজার ফিল ফডেনের প্রশংসায় পঞ্চমুখ। এবারের ইপিএলে ৭টি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট বা গোল করার ক্ষেত্রে সহযোগিতা করেছেন ফডেন। এখন ফডেনের বয়স মাত্র ২০। কলকাতায় বিবেকানন্দন যুবভারতী ক্রীড়াঙ্গন মাতিয়ে যুব বিশ্বকাপেও নজরকাড়া পারফরম্যান্স উপহার দেন। গুয়ার্দিওলা বলেন, ফডেন ক্রমাগত নিজের খেলার উন্নতি ঘটিয়ে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। বিশেষ করে ম্যাচের শেষের ৩০ মিনিটে তাঁর পারফরম্যান্স সত্যিই অনবদ্য।

English summary
Ryan Mason's Debut As Youngest Ever Manager In EPL Marked With Win Of Tottenham Hotspur. Spurs Beat Southampton By 2-1 Goals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X