For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine conflict: ‘ইউক্রেন যুদ্ধ চায় না’, শান্তি বজায় রাখার অনুরোধ সে দেশের তারকা ফুটবলারের

Russia-Ukraine conflict: ‘ইউক্রেন যুদ্ধ চায় না’, শান্তি বজায় রাখার অনুরোধ সে দেশের তারকা ফুটবলারের

Google Oneindia Bengali News

রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের একটি নির্দেশে রাশিয়া আক্রমণ শাঁনিয়েছে ইউক্রেনের উপর। লাগাতার রুশ আক্রমণে বিধ্বস্ত গোটা দেশ। প্রাণভয় নিজ নিজ শহর ছেড়েছে হাজার হাজার মানুষ। বিদেশি নাগরিকরাও ভীত। রুশ আক্রমণ রুখতে সীমিত ক্ষমতার মধ্যে প্রতি আক্রমণ চালাচ্ছে ইউক্রেনও। এই রকম ভয়াবহ পরিস্থিতিতে যুদ্ধ থামিয়ে শান্তি বজায় রাখার আর্জি জানালেন ইউক্রেনের ফুটবলার রুসলান মালিনভস্কি।

Russia-Ukraine conflict: ‘ইউক্রেন যুদ্ধ চায় না’, শান্তি বজায় রাখার অনুরোধ সে দেশের তারকা ফুটবলারের

বৃহস্পতিবার রাত্রে ইউরোপা লিগের ম্যাচে অলিম্পিকোস এবং আটালান্টা। আটালান্টার হয়ে খেলা ইউক্রেনের মিডফিল্ডারের জোড়া গোল তাঁর দলের জন্য নিশ্চিত করলেও তাঁর চোখ ধাঁধানো গোলের থেকে অনেক বেশি হৃদয় জিতে নিয়েছে তাঁর মানবিক গোল উদযাপন। এ দিন গোলের পর গ্যালারির দিকে এগিয়ে গিয়ে হাত জোড় করেন রুসলান মালিনভস্কি। জার্সি তুলে তাঁর বুকে লেখা "নো ওয়ার ইন ইউক্রেন" দেখিয়ে যুদ্ধ থামানোর আর্জি জানান। দেশে না থাকলেও তাঁর দেশের বুকে রক্তক্ষরণের খবর বেশ ভাল মতোই পৌঁছেছে ২৮ বছর বয়সী মিডফিল্ডারের কাছে। সংবাদমাধ্যমে দেশবাসীর দুর্দশার কথা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন তিনি। মনের মধ্যে আশঙ্কা এবং কষ্টের পাথর চাপা দিয়েই দলের প্রতি দায়িত্ব পালন করতে মাঠে নেমেছিলেন তিনি।

দুই রাষ্ট্রের সেনা বাহিনীর মধ্যে হওয়া এই সংঘাতে প্রাণ হারিয়েছেন ৪০ জন সাধারণ মানুষ। ইউক্রেনের বিভিন্ন প্রান্তে শ্মশানের নিস্তব্ধতা। দোকান- বাজার সব বন্ধ। বন্ধ হয়ে গিয়েছে ব্যাঙ্ক। কী খেয়ে বাঁচবে সাধারণ মানুষ তার কোনও হদিশ নেই। টাকা উঠছে না এটিএম থেকে।

ইউক্রেনের রাষ্ট্রপতি রাশিয়ার এই হামলাকে নাজি আক্রমণের সঙ্গে তুলনা করেছেন। রুশ বাহিনী সাতসকালে 'খলনায়ক'-এর মত হামলা চালায় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি জেলেনস্কাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি জার্মানি যেভাবে সোভিয়েত ইউনিয়নের উপর হামলা চালিয়েছিল, তার সঙ্গে রুশ হামলার তুলনা করেছেন তিনি।

English summary
Russia-Ukraine Crisis:Ruslan Malinovskyi, Ukrainian footballer requested to stop war in Ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X