For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সইয়ের পর প্রথম মুখ খুললেন আল নাসের-এর কোচ, কী বললেন হাইপ্রোফাইল তারকাকে নিয়ে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সইয়ের পর প্রথম মুখ খুললেন আল নাসের-এর কোচ, কী বললেন হাইপ্রোফাইল তারকাকে নিয়ে

Google Oneindia Bengali News

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করিয়ে তাক লাগিয়ে দিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসের। এশিয়া ফুটবলে রোনাল্ডোর আগমণ নিঃসন্দেহে বড় বিষয়। আল নাসেরের কোচ রুডি গার্সিয়া জানিয়েছেন, সৌদি আরবে ফুটবলের উন্নতিতে রোনাল্ডোর সই ভূমিকা রাখবে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সইয়ের পর প্রথম মুখ খুললেন আল নাসের-এর কোচ, কী বললেন হাইপ্রোফাইল তারকাকে নিয়ে

সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সরকারী ভাবে ক্লাবের জার্সিতে আত্মপ্রকাশের জন্য। গত সপ্তাহেই এই সই পর্ব সম্পূর্ণ হয়েছে। আড়াই বছরের চুক্তিতে সিআর ৭ এসেছেন সৌদির ক্লাবে। বাৎসরিক ২০০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন সিআর ৭। গত বছর নভেম্বর মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি ছেদ করার পর ফ্রি এজেন্ট ছিলেন রোনাল্ডো। ব্রিটিশ সাংবাদিক পিয়ের মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাবের অভ্যন্তরীন অব্যবস্থা সম্পর্কে খোলাখুলি কথা বলেন রোনাল্ডো এবং ক্লাবের ম্যানেজিং পজিশনে থাকা সদস্যদের মানসিকতা নিয়েও তিনি প্রশ্ন করেন। তিনি দাবি করেন, ক্লাবের দু-এক জন এমন রয়েছে যাঁরা চান না রোনাল্ডো রেজ ডেভিলসের হয়ে খেলুন। ক্লাবের বর্তমান মালিক পক্ষ গ্লেজার্স পরিবারের উদাসীনতার কথাও তুলে ধরেন সিআর ৭।

লিলি, এএস রোমা, মার্সেইলি, লিয়ঁ'র মতো ইউরোপীয় ফুটবলের বড় ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা থাকা রুডি গার্সিয়া বলেছেন, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাপের ফুটবলারকে সই করানোটা অসাধারণ এবং এটি সৌদির ফুটবলের উন্নতিতে ভূমিকা রাখবে। ওকে দলে পাওয়ায় আমরা খুশি। প্রথম কাজ হল দলের সঙ্গে যাতে ও মানিয়ে নিতে পারে দ্রুত এবং আল নাসেরে খেলা উপভোগ করে এবং সমর্থকদের আনন্দ দিতে পারে সেটার চেষ্টা করতে হবে।"

৩৭ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা আল নাসেরের জার্সিতে প্রথম বার সামনে আসবেন ২৫ হাজার সমর্থক পুষ্ট ক্লাবটির হোম গ্রাউন্ড মার্সোল পার্কে। সৌদি প্রফেশনাল লিগের (এসপিএল) শীর্ষে থাকা আল নাসেরের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ব্যপক হারে বেড়ে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করানোর কথা ঘোষণার পর। ইউরোপীয় ফুটবলে দাপিয়ে বেড়ানোর পর এবং কেরিয়ারে ৮১৯ গোল করার পর এশিয়া ফুটবলে পা রেখেছেন রোনাল্ডো।

সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আব্দুলআজিজ বিন তুর্কি আল- ফয়সল বলেছেন, "ক্রিশ্চিয়ানো, নতুন বাড়িতে স্বাগত, স্বাগত এসপিএল-এ। দ্রুতই অন্যান্য ক্লাবগুলো যাতে আন্তর্জাতিক মাপের বড় তারকাদের সই করাতে পারে তার জন্য আমরা চেষ্টা করব।" স্পোর্টিং সিপি, ম্যানচেষ্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসের মতো ক্লাবে খেলেছেন রোনাল্ডো।

মেসিকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য জোর করছেন আর্জেন্টিনার সতীর্থরামেসিকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলার জন্য জোর করছেন আর্জেন্টিনার সতীর্থরা

English summary
Rudi Garcia said Cristiano Ronaldo's sign will contribute in the development of Saudi Football
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X