For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্ষণের অভিযোগে জড়িয়ে গেল রিয়াল মাদ্রিদ! রোনাল্ডোর কেলেঙ্কারি ধামাচাপায় কি জড়িত ক্লাবও

একটি পর্তুগিজ সংবাদপত্রের দাবি, রিয়াল মাদ্রিদ-ই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ধর্ষণের মামলাটি চেপে দিতে বাধ্য করেছিল। স্প্যানিশ ক্লাবটি ওই সংবাদপত্রের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

Google Oneindia Bengali News

এবার রোনাল্ডো বিরুদ্ধে ধর্ষণ মামলায় আসরে নামতে হল তাঁর পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদকেও। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এই বিষয়ে একটি পর্তুগিজ সংবাদপত্রের বিরুদ্ধে তারা মামলা করেছে।

ওই সংবাদপত্রে দাবি করা হয়েছে রিয়াল মাদ্রিদ ক্লাবই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চাপ দেয় ক্যাথরিনকে দিয়ে নন ডিসক্লোজার অ্যাকর্ড সাক্ষর করিয়ে নেওয়ার জন্য।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

জানা গিয়েছে, হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের অনিল সিং নামে এক সমাজকর্মী এই নোটিশ পাঠিয়েছেন।

রিয়াল বিবৃতি

রিয়াল বিবৃতি

রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'ওই সংবাদ পত্রে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সম্পর্কে ক্লাবের কিছুই জানে না। যে বিষয়ে ক্লাব কিছু জানেই না তা নিয়ে ক্লাব কিভাবে কোনও ব্যবস্থা নেবে?' তাই মামলার পথে গিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

অনিলের অভিযোগ, সিনেমার নামটি নিয়ে। তিনি জানিয়েছেন, 'বজরঙ্গী' নামটি হিন্দু দেবতার। এর সঙ্গে 'ভাইজান' কথাটি যায় না। তাই এটি সরাতে চেয়ে আবেদন করেছেন তিনি।

ধর্ষণের অভিযোগ

ধর্ষণের অভিযোগ

এই গ্রীষ্মেই ৩৩ বছরের রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয় লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসে এসেছেন। কিন্তু তারপর থেকে সময়টা মোটেই ভাল যাচ্ছে না তাঁর। ক্যাথরিন মায়োর্গা নামে এক প্রাক্তন মডেল তাঁর নামে ২০০৯ সালের একটি পুরনো ধর্ষণের মামলা নতুন করে তুলেছেন। ক্য়াথরিন অভিযোগ করেছেন ২০০৯-এ লাস ভেগাসের এক হোটেলে জোর করে তার সঙ্গে পায়ু সঙ্গম করেছিলেন রোনাল্ডো।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

সিনেমার কিছু দৃশ্য নিয়েও আপত্তি জানিয়েছেন অনিল সিং নামে ওই সমাজকর্মী।

ধর্ষণে রিয়াল যোগ

ধর্ষণে রিয়াল যোগ

মায়োর্গা আরও জানান, তারপর তাঁর মুখ বন্ধ রাখতে টাকা দিয়ে আদালতের বাইরে চুক্তি করেছিলেন। জানিয়েছিলেন ধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালের ১৩ জুন তারিখে। ঘটনাচক্রে ঠিক তার আগের দিনই রিয়াল মাদ্রিদ ক্লাবের সঙ্গে বিশাল অঙ্কের চুক্তি সাক্ষর করেছিলেন রোনাল্ডো। এখানেই সন্দেহের আঙুল উঠছে স্প্যানিশ ক্লাবের দিকে।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

একটি দৃশ্যে দেখা যাচ্ছে, মহাবীর হনুমানের মুখোশ করে নাচছেন সলমন। এটি হিন্দু ভাবাবেগকে ধাক্কা দিয়েছে বলে আইনি চিঠিতে জানিয়েছেন অনিল।

পর্তুগিজ সংবাদপত্রের অভিযোগ

পর্তুগিজ সংবাদপত্রের অভিযোগ

পর্তুগিজ সংবাদপত্রটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ি রিয়াল ক্লাব তাদের নতুন সাক্ষর করা ফুটবলারের এই কেলেঙ্কারি ধামাচাপা দিতে প্রধান উদ্যোগ নিয়েছিল। তারাই রোনাল্ডোকে চাপ দিয়েছিল টাকা দিয়ে ক্যাথরিনের মুখ বন্ধ করতে। নাহলে ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা ছিল।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

এরকম আরও বেশ কয়েকটি দৃশ্যে হিন্দুদের অপমান করা হয়েছে বলে আপত্তি জানিয়ে তা সরিয়ে নেওয়ার আর্জি জানান ওই সমাজকর্মী।

রোনাল্ডোর বক্তব্য

রোনাল্ডোর বক্তব্য

প্রথম থেকেই রোনাল্ডো এই অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রথমে তিনি এক ইনস্টাগ্রাম ভিডিও-তে জানিয়েছিলেন তাঁকে কেন্দ্র করে প্রচার পেতেই কিছু সংবাদপত্র ও ক্যাথরিন এই অভিযোগ করছেনষ পরে অবশ্য মামলাটি ফের চালু হলে সেই ভিডিও সরিয়ে নেন। তবে বুধবারও রোনাল্ডোর আইনজীবী দাবি করেছেন ক্যাথরিনের সঙ্গে রোনাল্ডোর সেক্স হয়েছিল দুপক্ষের সম্মতিতে।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

হিন্দুদের অপমান করে পরিকল্পিতভাবে পরিচালক কবীর খান সিনেমাটি ঈদের সময় রিলিজ করছেন বলে অভিযোগ উঠেছে।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

উত্তরপ্রদেশের ওই সমাজকর্মীর হুমকি, তাঁর সবকটি আবেদন না মানা হলে তিনি এরপর কড়া আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

সামনের ঈদে অর্থাৎ ২১ জুলাই মুক্তি পাওয়ার কথা কবীর খান নির্দেশিত 'বজরঙ্গী ভাইজান'-এর।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই সলমনপ্রেমীদের মধ্যে কৌতুহলের শেষ নেই। সল্লু ভাইয়ের লুক এই সিনেমায় একেবারে অন্যরকম। এক কাশ্মীরি যুবকের চরিত্রে অভিনয় করছেন তিনি।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

'হিট অ্যান্ড রান' মামলায় শাস্তির ফাঁড়া কাটিয়েই সলমন খান ছুটেছিলেন কাশ্মীর। সেখানে 'বজরঙ্গী ভাইজান'-এর শুটিং শেষ করেন তিনি।

ফের আইনি গেরোয় সলমন

ফের আইনি গেরোয় সলমন

কাশ্মীর উপত্যকার অনন্য রূপ এই সিনেমায় তুলে ধরা হয়েছে যা সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে সন্দেহ নেই। তবে ওইসব ঝামেলা কবে কাটিয়ে ওঠা যাবে তার দিকেই এখন তাঁকিয়ে গোটা ইউনিট।

এবার এই কেলেঙ্কারিতে জড়ালো রিয়াল মাদ্রিদ ক্লাবের নামও। এখন এর জল আর কতদূর গড়ায় সেটাই দেখার।

English summary
A Portuguese newspaper claimed that Real Madrid pushed Cristiano Ronaldo to hush up the alleged rape case. The Spanish club has filed a lawsuit against the newspaper.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X