For Quick Alerts
For Daily Alerts
ডার্বির আগেই বড় চমক! ইস্টবেঙ্গলে সই করার পথে রোনাল্ডো
ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন রোনাল্ডো। ২ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বীর সঙ্গে খেলার আগে বড় চমক দিতে চলেছে লাল হলুদ শিবির। সূত্রের খবর এমনটাই।

তবে এই রোনাল্ডো ব্রাজিলের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নন। তিনি পানামার জাতীয় দলের ফুটবলার রোনাল্ডো অ্যান্টনিও ডিনোলিস বলে জানা গিয়েছে।
রোনাল্ডো অ্যান্টনিও ডিনোলিস সম্পর্কে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে ২৩ বছরের এই ফুটবলার রাশিয়া বিশ্বকাপে জাতীয় দলের সদস্য ছিলেন। তাঁকে দেশের অন্যতম প্রতিশ্রুতিমান খেলোয়ার হিসেবে গণ্য করা হয়।
সূত্রে খবর অনুযায়ী, রোনাল্ডো অ্যান্টনিও ডিনোলিসকে একবছরের জন্য লিয়েনে আনা হচ্ছে বর্তমান ক্লাব কোস্টারিকা স্যান্টোস এফসি থেকে। লালহলুদ ক্লাব সূত্রে খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। তবে বড় ম্যাচে তাঁকে খেলানোর সিদ্ধন্ত কোচই নেবেন বলে ক্লাব সূত্রে খবর।