For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাপ কা বেটা! ফ্রি কিক থেকে গোল করে রোমিও যেন ডেভিড বেকহ্যাম, দেখুন ভিডিও

Google Oneindia Bengali News

বাপ কা বেটা! রোমিও বেকহ্যাম সম্পর্কে এ কথা বলা যেতেই পারে। অন্তত তাঁর পায়ের জাদুর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিকভাবে এগিয়ে গেলে রোমিও যে আন্তর্জাতিক ফুটবলেও ছাপ ফেলার ক্ষমতা রাখেন সেই ইঙ্গিত মিলতে শুরু করেছে। ফ্রি কিক থেকে তিনি যেভাবে গোল করেছেন তা দেখে বলতেই হয়, বেন্ড ইট লাইক বেকহ্যাম।

২০০১ সালে গ্রিসের বিরুদ্ধে ইংল্যান্ড ১-২ গোলে পিছিয়ে ছিল। এই ম্যাচে হেরে গেলে ২০০২ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে গোরান এরিকসনের দলকে প্লে অফ ম্যাচ খেলতে হতো ইউক্রেনের বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে, ম্যাচের ৯৩ মিনিটের মাথায় ফ্রি কিক পায় ইংল্যান্ড। ২৫ গজ দূর থেকে যে বাঁকানো ফ্রি কিকটি মেরেছিলেন বেকহ্যাম তা জালে জড়িয়ে যায়। এই নাটকীয় দৃষ্টিনন্দন গোলটিই বিশ্বকাপে পৌঁছে দিয়েছিল থ্রি লায়ন্সকে। ১৯৯৮ সালের বিশ্বকাপে বেকহ্যাম আর্জেন্তিনার বিরুদ্ধে লাল কার্ড দেখায় তাঁকে অপছন্দ করতেন অনেক ফুটবল-ভক্ত। কিন্তু বেকহ্যামের অনবদ্য ফ্রি কিক যেন সেই শাপমুক্তিও নিশ্চিত করেছিল।

বেকহ্যাম এখন আমেরিকার পেশাদার ফুটবল ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার। এই ক্লাবের জুনিয়র দল, ইন্টার মায়ামি-২-তে খেলেন বেকহ্যামের ১৯ বছরের পুত্র রোমিও। গতকালই এই ক্লাবের হয়ে তিনি প্রথম গোলটি করেছেন। সেই ফ্রি কিক থেকেই। ডান পায়ে যে শট তিনি জালে জড়িয়েছেন তার সঙ্গে অনেকেই প্রায় ২১ বছর আগে করা বেকহ্যামের গোলের মিল খুঁজে পাচ্ছেন। ২০ মিটার দূরত্ব থেকে ফ্রি কিক থেকে গোল করে বাবার কীর্তিকে মনে করানো নিশ্চিতভাবেই রোমিওর কাছেও স্মরণীয় হয়ে থাকবে।

ফ্রি কিক থেকে গোল করে রোমিও যেন ডেভিড বেকহ্যাম

(ছবি- রোমিও বেকহ্যামের ইনস্টাগ্রাম)

ফ্রি কিক থেকে করা বেকহ্যামের বিভিন্ন গোল আজও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে রয়েছে। বেন্ড ইট লাইক বেকহ্যাম নামে ছবিও হয়েছে। ইংল্যান্ডের হয়ে শতাধিক ম্যাচ খেলা বেকহ্যাম ২০০৯ সালে দেশের হয়ে শেষ ম্য়াচ খেলেন। ফুটবল কেরিয়ারকে বিদায় জানান ২০১৩ সালে। তারপর থেকেই ফুটবল প্রশাসনে পা রেখেছেন ডেভিড বেকহ্যাম। তাঁর পুত্র যেভাবে প্রথম গোল করে নজর কাড়লেন এবং তাঁর করা গোল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তাতে আগামী দিনে রোমিওর দিকেও নজর রাখবেন ফুটবলপ্রেমীরা।

English summary
Romeo Reminded The Viewers Of His Father David Beckham With His Brilliant Free-Kick. Romeo Plays For Inter Miami’s Junior Team At The Moment, David Beckham Is One Of The Owner Of That Club.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X