For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের ছিটকে যাওয়ার জন্য সাউথগেটকে দায়ী করলেন প্রাক্তন ইংলিশ তারকা

বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের ছিটকে যাওয়ার জন্য সাউথগেটকে দায়ী করলেন প্রাক্তন ইংলিশ তারকা

Google Oneindia Bengali News

ফ্রান্সের বিরুদ্ধে অপ্রত্যাশিত ভাবে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। প্রবল আশা জাগিয়ে এই বারের বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে ইংল্যান্ডের বর্ষীয়াণ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের জানিয়েছিলেন তাঁরা ভিতর থেকে এ বার আত্মবিশ্বাসী বিশ্বকাপ জয়ের বিষয়ে। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে দেখা গেল ইংল্যান্ড পারল না নিজেদের কথা রাখতে। কোটি কোটি সমর্থকের আশাকে নিরাশায় পরিণত করে তারা বিশ্ব মঞ্চ থেকে বিদায় নিল।

বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের ছিটকে যাওয়ার জন্য সাউথগেটকে দায়ী করলেন প্রাক্তন ইংলিশ তারকা

বিশ্বকাপে ব্রিটিশদের পরাজয়ের কারণ হিসেবে গ্যারেথ সাউথগেটের ফুটবলার পরিবর্তনের ত্রুটির কথা উল্লেখ করলেন ইংল্যান্ডের প্রাক্তন ডিফেন্ডার এবং ম্যানচেস্টার ইউনাইয়েডের পূর্বতন তারকা রিও ফার্দিনান্দ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ১-২ গোলে পরাজিত হয় ফ্রান্সের বিরুদ্ধে। ফ্রান্সের হয়ে দুইটি গোল করেন অউরেলিয়েন চুয়ামেনি এবং অলিভার জিরু। ইংল্যান্ডের হয়ে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। ম্যাচে সমতা ফিরিয়ে আসার জন্য ম্যাচে দ্বিতীয় বার পেনাল্টি পেয়েছিলেন কেন কিন্তু সেটি বারের উপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে দেন ইংল্যান্ডের অধিনায়ক।

নিজের ইউটিউব চ্যানেল ভাইব অ্যান্ড ফাইভ-এ ফার্দিনান্দ বলেছেন, "আমার মনে হয় পরিবর্ত ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে গ্যারেথ সাউথগেট আমাদের পিছিয়ে দিয়েছে। সব সিদ্ধান্তে নিখুঁতের পরিচয় তিনি দিয়েছেন কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে ট্যাকটিক্যাল এলিমেন্টের ক্ষেত্রে একটু খামতি ছিল সাউথগেটের মধ্যে। ফার্দিনান্দ মনে করেন মার্কাস র্যাশফোর্ড এবং জ্যাক গ্রেলিসকে আরও আগে নামানো উচিৎ ছিল সাউথগেটে।

তাঁর কথায়, "১-১ ম্যাচের ফল যখন তখন ঠিক মতো পরিবর্ত ফুটবলার নামিয়ে আমাদের এগিয়ে দেওয়ার পথ মসৃণ করা দরকার ছিল সাউথগেটের। আপনার কাছে র্যাশফোর্ড রয়েছে, আপনার কাছে গ্রেলিস রয়েছে, যারা মাঠে নেমে আমাদের ফ্রন্ট ফুটে নিয়ে আসতে পারে এবং ম্যাচে ভাগ্য ঘুরিয়ে দিতে পারে ওখানে বসে অনেক দেরিতে নামার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি। এই সিদ্ধান্ত তখন নেওয়া উচিৎ ছিল যখন আমাদের কাছে তখনও সুযোগ ছিল ম্যাচ জেতার এবং ম্যাচে থেকে ওদের ছিটকে দেওয়ার।"

বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে মুখোমুখি হবে ফ্রান্স। স্পেন এবং পর্তুগালকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছিয়েছে মরক্কো। এই ম্যাচে তারা চেষ্টা করবে কোনও অঘটন ঘটানোর যদিও ফ্রান্স অনেকগুণ এগিয়ে শুরু করবে এই ম্যাচ কারণ অভিজ্ঞতা এবং তারুণ্যের সংমিশ্রণে এই ফ্রান্স দল অপ্রতিরোধ্য।

ব্রাজিলের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ রড্রিগোকে হোয়াটসঅ্যাপ বার্তায় কী বললেন নেইমার?ব্রাজিলের স্বপ্ন ভঙ্গের অন্যতম কারণ রড্রিগোকে হোয়াটসঅ্যাপ বার্তায় কী বললেন নেইমার?

English summary
Rio Ferdinand said Gareth Southgate's decision regarding substitution let England down in world Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X