For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পর রোনাল্ডোকে 'পিজিয়ন ড্যান্স' শেখালেন রিচারলিসন

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পর রোনাল্ডোকে 'পিজিয়ন ড্যান্স' শেখালেন রিচারলিসন

Google Oneindia Bengali News

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেওয়ার পর ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডোকে পিজিয়ন ড্যান্স শেখালেন রিচারলিসন। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জেতা ম্যাচে একটি গোল রয়েছে রিচারলিসনের। ব্রাজিলের হয়ে এই ম্যাচে প্রথম গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র, দ্বিতীয় গোলটি করেন নেইমার এবং তিন নম্বর গোলটি ছিল রিচারলিসনের। ব্রাজিলের চতুর্থ গোলটি করেন লুকাস পিকুয়েতা।

 কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার পর রোনাল্ডোকে পিজিয়ন ড্যান্স শেখালেন রিচারলিসন

এই জয় অসুস্থ পেলেকে উৎসর্গ করেছে গোটা ব্রাজিল দল এবং পেলের জন্য ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপটি চ্যাম্পিয়ন করতে চান নেইমারের দল। এই ম্যাচে গোলের পর ব্রাজিলের ফরোয়ার্ড রিচারলিসন 'পিজিয়ন ড্যান্স' করে সেলিব্রেট করেন। এই সেলিব্রেশনে তাঁর সঙ্গে যোগ দেন তাঁর সতীর্থরা এবং ব্রাজিলের কোচ তিতে। ম্যাচের পর ব্রাজিল তথা বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি রোনাল্ডোকে এই ড্যান্সের স্টেপ শেখাতে দেখা যায় রিচারলিসনকে। ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের মহাতারকাকে নিজের 'পিজিয়ন ড্যান্স'-এর স্টেপ শেখান রিচারলিসন।

এই ম্যাচে দক্ষিণ কোরিয়ার একমাত্র গোলটি করেন পাইক সিয়ং-হো। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়ার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পর নেইমার জানিয়েছেন, তাঁরা খেতাব জয়ের স্বপ্ন দেখছেন। তাঁর কথায়, "আমরা খেতাব জয়ের স্বপ্ন দেখছি এবং এটা স্বাভাবিক। আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে।" নেইমার জানিয়েছিলেন সার্বিয়ার ম্যাচে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর মনে হয়েছিল এই বিশ্বকাপে আর খেলতে পারবেন না তিনি।

English summary
Richarlison teaches Brazil great Ronaldo Pigeon Dance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X