For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

El Clasico: টানা পাঁচটি এল ক্লাসিকো জয়হীন বার্সা, কাতালান ক্লাবকে হারিয়ে সুপার কাপের ফাইনালে লস ব্ল্যাঙ্কোস

টানা পাঁচটি এল ক্লাসিকো জয়হীন বার্সা, কাতালান ক্লাবকে হারিয়ে সুপার কাপের ফাইনালে লস ব্ল্যাঙ্কোস

Google Oneindia Bengali News

ঐতিহ্যের ম্যাচে ফের মাথা নীচু করে মাঠ ছাড়তে হল বার্সেলোনা'কে। সুপার কাপের সেমিফাইনলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২-৩ গোলে হেরে গেল কাতালান ক্লাব। এই নিয়ে লাগাতার পাঁচটি এল ক্লাসিকোয় জয়হীন বার্সা। অতিরিক্ত সময়ে ফেড্রিকো ভালভার্দের গোলে সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়াম থেকে খালি হাতে ফিরতে হল লিওনেল মেসির প্রাক্তন ক্লাবকে।

El Clasico: টানা পাঁচটি এল ক্লাসিকো জয়হীন বার্সা, কাতালান ক্লাবকে হারিয়ে সুপার কাপের ফাইনালে লস ব্ল্যাঙ্কোস

ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে মুখোমুখি হয়েছিল বিশ্ব ফুটবলে শক্তিধর দুই দল। রিয়াল মাদ্রিদদের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন জাভি। প্রাক্তন বার্সা তারকার নির্দেশ মতো ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণের ঝড় তোলার চেষ্টা চালায় বার্সেলোনা। কিন্তু খেলার গতির বিপরীতে ২৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় কার্লো আনসেলোত্তি'র দল। করমি বেঞ্জিমার থেকে পাওয়া বলকে জালে পাঠাতে ভুল করেননি ব্রাজিলের এই তরুণ স্ট্রাইকার। যদিও বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি ড্যানি কার্ভাহাল, ন্যাচো ফার্নান্ডেজদের রক্ষণ। ৪১ মিনিটে বার্সেলোনা'কে সমতায় ফেরান ডাক ফরওয়ার্ড লিউক ডিয়ং। শুধু সমতা ফেরা নয়, বার্সার আক্রমণভাগ যদি প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারত তা হলে ম্যাচে এগিয়ে যেতে সমস্যা হত না কাতালান দলটি'র। কারণ এই ম্যাচে শুরু থেকেই নড়বড়ে দেখিয়েছে রিয়াল মাদ্রিদের রক্ষণ দূর্গ'কে।

আক্রমণে'র গতি বাড়াতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রাঙ্কি ডিয়ং-এর পরিবর্তে নামানো হয় পেড্রি'কে। একই সঙ্গে ফেরান টোরেসের পরিবর্ত হিসেবে নামেন আবদেসামাদ এজালজাউলি। ৬৬ মিনিটে লিউক ডিয়ং-এর পরিবর্তে আনসু ফাতি মাঠে নামেন। তিনটি আক্রমণাত্মক পরিবর্তনের ফলে গোলের ব্যবধান বাড়া তো দূর অস্ত্, ৭২ মিনিটে করিম বেঞ্জিমার গোলে ফের পিছিয়ে পড়ে বার্সেলোনা। গোল হজম করার বার্সা ম্যাচের শেষ কোয়ার্টারে অল আউট অ্যাটাকে উঠে আসে। দুই উইং ব্যাকের ক্রমাগত ওভার ল্যাপ এবং একের পর এক বিষ মাখানো সেন্টার এবং মাইনাস কোনও ভাবেই কাজে আসছিল না ডিপে-ফাতিদের ব্যর্থতায়। যদিও শেষ পর্যন্ত ৮৩ মিনিটে সুপার সাব ফাতির গোলে ম্যাচে ফিরে আসে ফুটবল ক্লাব বার্সেলোনা। নির্ধারিত সময় শেষে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৮ মিনিটে গোল করে ফের ম্যাচ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৮৩ মিনিটে লুকা মদ্রিচের পরিবর্তন হিসেবে নামা ফেড্রিকো ভালবার্দের গোলে ম্যাচের ভাগ্য গড়ে দেয় রিয়াল মাদ্রিদ। এর পর প্রায় ২১ মিনিট সময় পেলেও খেলায় সমতা ফেরাতে পারেনি বার্সেলোনা। সুপার কাপের ফাইনালে অ্যাতলেটিকো ডি মাদ্রিদ অথবা অ্যাতলেটিk বিলবাও-এর মুখোমুখি হবে রিয়াল। শুক্রবার কিং ফাহাদ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

English summary
Barcelona knocked out from Spanish Super Cup after losing the El Clasico. Real Madrid beat the Catalan giant by 3-2 goals. Vinicius Junior, Karim Benzema and Fedrico Valverde scored for Real Madrid where as Luuke De Jong and Ansu Fati scored for Barcelona. Real will face the winner of second semifinal which will be played between Athletico de Madrid and Athletic Bilbao.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X