For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এল ক্লাসিকোর আগে রিয়ালের চিন্তা বাড়ালেন করিম বেঞ্জিমা, প্রিমিয়ার লিগের ম্যাচে আটকে গেল ম্যান সিটি

এল ক্লাসিকোর আগে রিয়ালের চিন্তা বাড়ালেন করিম বেঞ্জিমা, প্রিমিয়ার লিগের ম্যাচে আটকে গেল ম্যান সিটি

Google Oneindia Bengali News

জয়ের ধারা অব্যহত রাখল রিয়াল মাদ্রিদ। সন মক্সে রিয়েল মালোরকার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সঙ্গে পয়েন্টে ব্যবধানো আরও বাড়িয়ে নিল কার্লো আনসেলোত্তির দল।

এল ক্লাসিকোর আগে রিয়ালের চিন্তা বাড়ালেন করিম বেঞ্জিমা, প্রিমিয়ার লিগের ম্যাচে আটকে গেল ম্যান সিটি

মঙ্গলবার গভীর রাতে লিগ তালিকার ১৬ নম্বর স্থানে থাকা মালোরকার বিরুদ্ধে শুরু থেকে আক্রমণাত্মক খেললেও প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি রিয়াল। প্রথমার্ধে ৬৮ শতাংশ বলের পজিশন ছিল রিয়ালের দখলে। মোট সাতটি শট গোল লক্ষ্য করে নিলেও দু'টি ছিল টার্গেটে। প্রথমার্ধে একটি বড় সুযোগ তৈরি করলেও তা থেকে গোল তুলে আনতে পারেনি মাদ্রিদের দলটি।

অপর দিকে, বল পজিশন কম থাকলেও প্রথমার্ধে গোল করার মতো দু'টি সহজ সুযোগ তৈরি করেছিল মালোরকাও। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন না থাকায় গোলের কাছে পৌঁছেও ব্যর্থ হয়ে ফিরে আসতে হয় মালোরকাকে। একটি ক্ষেত্রে মালোরকার লেফট ব্যাক পাবলো মাফেও-এর একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

তবে, এই ম্যাচের প্রথম গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি সমর্থকদের দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মধ্যেই ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। করিম বেঞ্জিমার পাস থেকে গোল করে যান জুনিয়র। ম্যাচের দ্বিতীয় গোলটি আনসেলোত্তির দল পায় ৭৭ মিনিটে। পেনাল্টি থেকে রিয়ালের পক্ষে ব্যবধান বাড়ান করমি বেঞ্জিমা। এই গোলের পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে এগিয়ে দেন ফরাসি তারকা বেঞ্জিমা। ফর্লান্ড মেন্ডির পরিবর্তে মাঠে নামা মার্সেলোর পাস থেকে ৮২ মিনিটে এই গোলটি করেন বেঞ্জিমা।

রবিবার এল ক্লাসিকোতে মাঠে নামার আগে এই জয় নিঃসন্দেহে অনেকটা বাড়তি অনুপ্রেরণা জোগাবে রিয়ালকে। তবে, একই সঙ্গে ম্যাচের শেষের দিকে পাওয়া করিম বেঞ্জিমার চোট এল ক্লাসিকোর আগে চিন্তা বাড়িয়ে দিল রিয়াল শিবিরের।

প্রিমিয়ার লিগের ম্যাচে লিগ শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি হোঁচট খেল ক্রিস্টাল প্যালেসের কাছে। একাদশ স্থানে থাকা ক্রিস্টালের সঙ্গে গোল শূন্য ড্র করল ম্যান সিটি। ম্যান সিটি পুরো তিন পয়েন্ট এই ম্যাচ থেকে না পাওয়ায় সুবিধা হয়ে গেল লিভারপুলের। পেপ গুয়ার্দিয়ালার দলের ২৯ ম্যাচে সংগ্রহ ৭০ পয়েন্ট। অপর দিক, এক ম্যাচ কম খেলে লিভারপুলের সংগ্রহ ৬৬ পয়েন্ট। ১৭ মার্চ আর্সেনালের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট পেলে ম্যান সিটির ঘাড়ে নিশ্বাস ফেলবে দ্য রেডস। বিশেজ্ঞ মহলের ধারনা এ বারের প্রিমিয়ার লিগ কোন দল জিতবে তা ঠিক হয়ে যাবে ১০ এপ্রিল। ওই ম্যাচে মুখোমুখি হবে ম্যান সিটি এবং লিভারপুল।

English summary
Real Madrid beat Real Mallorca in La Liga. Karim Benzima's brace help them to beat Mallorca by 3-0. In premier league match Manchester city share point with Crystal Palace. Match ended in goalless draw.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X