For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে রিয়ালের চেয়েও সুবিধাজনক জায়গায় চেলসি

Google Oneindia Bengali News

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম পর্বে আজ রাতে প্যারিস সাঁ জাঁ-র ঘরের মাঠে খেলতে নামবে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটি। গতকাল প্রথম সেমিফাইনালের প্রথম পর্বের শেষে সুবিধাজনক জায়গায় চেলসি।

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে রিয়ালের চেয়েও সুবিধাজনক জায়গায়

সেমিফাইনালে অ্যাওয়ে ম্যাচ ছিল চেলসির। বৃষ্টিভেজা সেমিফাইনালে পিছিয়ে পড়ে ঘরের মাঠে ড্র রাখতে সক্ষম হয়েছে লা লিগায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় চেলসি।

১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ান পুলিসিক। তিনিই হলেন প্রথম মার্কিন ফুটবলার যিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে গোল করলেন। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাঁর পঞ্চম গোল। মার্কিন হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোলের নিরিখে তিনি টপকে গেলেন দামার্কাস বিসলের রেকর্ড। যে দক্ষতার সঙ্গে ২২ বছরের পুলিসিক বল জালে জড়ান তার প্রশংসা করেছেন চেলসি অধিনায়ক থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞরা। ২০০৫ সালে বিসলের পর এই প্রথম কোনও মার্কিন ফুটবলারকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলতে দেখা যাচ্ছে।

যদিও এই গোলের সুবাদে ম্যাচ জিততে পারেনি চেলসি। ২৯ মিনিটে করিম বেঞ্জেমার গোলে সমতা ফেরায় রিয়াল। শেষ ১৪টি ম্যাচে এটি বেঞ্জেমার ১৩তম গোল। মাদ্রিদের ঘরের মাঠে শেষ ১৭টি ম্যাচে ষোড়শ গোল পেলেন বেঞ্জেমা।

অ্যাওয়ে ম্যাচে গুরুত্বপূর্ণ গোল পাওয়ার পাশাপাশি দলের খেলায় খুশি চেলসি কোচ টমাস তুচেল। তিনি বলেন, প্রথমার্ধেই আমরা যেভাবে আক্রমণাত্মক খেলে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিলাম তাতে প্রথমার্ধের গোলেই আমাদের জিতে যাওয়ার কথা। চান্স বা হাফ চান্সগুলোকে গোলে রূপান্তরিত করা উচিতও ছিল। ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী রিয়াল কোচ জিনেদিন জিদানও। প্রথমার্ধে দলের খেলায় তিনি সন্তুষ্ট না হলেও বলেন, দ্বিতীয় লেগের ফলের ভিত্তিতে আমাদের ফাইনালে ওঠার ভালোরকমই সম্ভাবনা রয়েছে। এদিনের ফলাফলেও আমি সন্তুষ্ট। ৬ মে ফের দুই দল পরস্পরের মুখোমুখি হবে সেমিফাইনালের দ্বিতীয় পর্বের খেলায়। যদিও অ্যাওয়ে ম্যাচে রিয়ালকে আরও কড়া চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে।

English summary
Real Madrid and Chelsea draw 1-1 in Champions League semifinals. Manchester City hosts Paris Saint-Germain in the other semifinal on Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X