For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপের টিকিটের লড়াই জোরদার, কারা নিশ্চিন্ত, কাদের ভবিষ্যত অনিশ্চিত

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে -র লড়াইতে পেরিয়ে গেল আরও একটা রাউন্ড। কী অবস্থায় রয়েছে বিভিন্ন দেশগুলি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

রাশিয়া বিশ্বকাপ ক্যালেন্ডারের হিসেবে আর ন মাস দূরে। আগামী বছরের ১৪ জুন থেকে ১৫ জুলাই অবধি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই লড়বে ৩২ টি দেশ।

লড়তে হবে গতবারের বিজয়ী দলকেও

লড়তে হবে গতবারের বিজয়ী দলকেও

এবছর থেকে সিদ্ধান্তে একটা পরিবর্তন এসেছে, তাই অনুযায়ি শুধুমাত্র আয়োজক দেশ রাশিয়া সরাসরি বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিও সরাসরি বিশ্বকাপের টিকিট আর পাবে না। তাদেরও লড়তে হবে বিশ্বকাপের টিকিটের জন্য। ইতিমধ্যেই তারা কার্যত টিকিট পেয়ে গেছে । তবে সামনে মাসের ম্যাচ খেলার পর সরকারি সিলমোহর পড়বে তাদের মূলপর্বের টিকিট লাভে।

ইতিমধ্যে কারা পেয়ে গেছে টিকিট

ইতিমধ্যে কারা পেয়ে গেছে টিকিট

ইতিমধ্যে আমেরিকা থেকে টিকিট পেয়ে গেছে ব্রাজিল ও মেক্সিকো। ইউরোপ থেকে টিকিট নিশ্চিত বেলজিয়ামের। এশিয়া বিভাগ থেকে টিকিট পেয়ে গেছে জাপান, কোরিয়া রিপাব্লিক , ইরান, ও সৌদি আরব।

কীভাবে নিশ্চিত হল টিকিট

কীভাবে নিশ্চিত হল টিকিট

গ্রুপ এইচ থেকে ২২ পয়েন্ট নিয়ে রাশিয়ার পর বিশ্বকাপের টিকিট পেয়েছে ইউরোপ থেকে। ব্রাজিল লাতিন আমেরিকা বিভাগ থেকে তিতের কোচিংয়ে দুরন্ত খেলে টিকিট জিতে নিয়েছে। উত্তর আমেরিকা বিভাগ থেকে আশ্চর্য টিকিট পেয়েছে মেক্সিকো।

এশীয় দলগুলির বাজিমাত

এশীয় দলগুলির বাজিমাত

এশীয় দলগুলির মধ্যে ইরানের কোচ ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ কার্লোস কুইরোজ। তাঁর কোচিংয়ে দারুণ পারফর্ম করেন ইরান ফুটবল দল। এদিকে ইউরোপীয় ফুটবলে নিয়মিত খেলে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন জাপানি ফুটবলাররা তারই পুরস্কার হিসেবে তাদেরও রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সৌদি আরব ও কোরিয়াও পেয়ে গেছে বিশ্বকাপের মূল পর্বের ছাড়পত্র।

কাদের টিকিট পাওয়া প্রায় নিশ্চিত

কাদের টিকিট পাওয়া প্রায় নিশ্চিত

জার্মানি, ইংল্যান্ড ,স্পেন ও সার্বিয়া-র বিশ্বকাপের মূল পর্বে খেলা প্রায় নিশ্চিত। তবে সামনের মাসের বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ খেলার পরই সবকটি দেশ সরকারিভাবে নিজেদের মূল পর্বে যাওয়ার আনন্দের কথা ঘোষণা করতে পারবে। উত্তর আমেরিকা গ্রুপ থেকে মেক্সিকো চলে যাওয়ার পর কোস্টারিকার যাওয়ায় প্রায় নিশ্চিত।

জোর দৌড়চ্ছে যারা

জোর দৌড়চ্ছে যারা

ইউরোপ এ গ্রুপ থেকে ফ্রান্সকে মূল পর্বে পৌঁছতে গেলে আরও দুটি ম্যাচে জিততে হবে। গ্রুপ ডি থেকে পোল্যান্ডকেও মূল পর্বে যেতে একইভাবে দুটি ম্যাচে জয় পেতে হবে। বি বিভাগ থেকে নিশ্চিত বিশ্বকাপের টিকিটের জন্য জোর লড়াই সুইৎজারল্যান্ড ও পর্তুগালের মধ্যে। আফ্রিকা বিভাগ থেকে নাইজেরিয়ার মূল পর্বে যেতে আর মাত্র একটি ম্যাচ দরকার। বাকি আফ্রিকান দেশগুলি এখনও নিশ্চন্ত হওয়ার মত কোনও জায়গায় আসেনি।

 অস্বস্তিতে রয়েছে কারা

অস্বস্তিতে রয়েছে কারা

লাতিন আমেরিকা গ্রুপ থেকে প্রথম চারটি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। আর্জেন্তিনা , চিলি দুটি দলই বেশ বিপাকে। তারা যেভাবে পারফর্ম করছে তাতে প্লে অফ খেলার সম্ভবনা প্রচন্ড বেশি। দ্রুত মেসি বিস্ফোরক পারফরম্যান্স না দিলে জর্জ সাম্পাওলির বিশ্বকাপ খেলা বেশ চাপে।

ইউরোপ বিভাগে অস্বস্তিতে

ইউরোপ বিভাগে অস্বস্তিতে

ইউরোপ থেকে চাপে রয়েছে নেদারল্যান্ডসও। যেরকম পারফরম্যান্স দিচ্ছে তাতে তাদের রাশিয়া বিশ্বকাপের সরাসরি টিকিট পাওয়া বেশ কষ্টকর। দোলাচলে রয়েছে ইতালিও।

English summary
Quick look around who have achived Russia World Cup's ticket 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X