আইএসএলে ফের কাঠগড়ায় রেফারিং! রেফারির কাছে হেরে গেল এটিকে মোহনবাগান?
চলতি মরসুমের আইএসএলে ফের আরও একবার রেফারির মান নিয়ে প্রশ্ন উঠে গেল। মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ ছিল এটিকে মোহনবাগানের। সেই ম্যাচের মহারণে হেরে বসে এটিকে মোহনবাগান।

ম্যাচের ফল কী
পাহাড়ি দল নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ১-২ গোলে ম্যাচ হারল এটিকে মোহনবাগান। এই নিয়ে আইএসএলের মঞ্চে তৃতীয় ম্যাচ হার এটিকে মোহনবাগানের। যদিও পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানেই রয়েছে এটিকে মোহনবাগান।

কেন ফের কাঠগড়ায় রেফারিং?
এই ম্যাচেই রেফারির মান নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ম্যাচে নর্থ ইস্টের হয়ে ৬০ মিনিটে লুইস মাচাডো গোল করেন। সেই গোল করার আগে ফাউল করেন মাচাডো। সহকারি রেফারি পতাকা তুলে দিয়ে ফ্রি কিক দেন, যদিও মাঠের রেফারির তা দৃষ্টি এড়িয়ে যায়।

নিশ্চিত ফাউল করেও গোাল পেল নর্থ ইস্ট
এতেই নিশ্চিত ফাউলেও গোল পেয়ে যায় নর্থ ইস্ট। দ্বিতীয়ার্ধের খেলার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এভাবেই শুরুতে এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাইটেড।

রেফারির ভুল এখন আইএসএলে নিয়মে পরিণত হয়েছে
বিদেশি ফুটবলারের মানের উন্নতিতে এখন বিদেশিরাও ভারতের এক নম্বর ফুটবল লিগ আইএসএল দেখছে। কিন্তু টুর্নামেন্টের রেফারিংয়ের মান প্রতিদিন কমতে থাকায় বারবার প্রশ্ন উঠতে শুরু করে দিচ্ছে। রেফারিদের সাধারণ সিদ্ধান্তগুলোও এখন ভুল হচ্ছে, ফলে ফের আরও একবার আইএসএলের রেফারিং এখন কাঠগড়ায়!