For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা ব্রাজিলের, বাদ দুই হাইপ্রোফাইল তারকা, দলে জায়গা পেলেন কিংবদন্তি রাইটব্যাক

কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা ব্রাজিলের, বাদ দুই হাইপ্রোফাইল তারকা, দলে জায়গা পেলেন কিংবদন্তি রাইটব্যাক

Google Oneindia Bengali News

বিশ্বকাপের দামামা বাজিয়ে দিল ব্রাজিল। বিশ্ব ফুটবলের মেগা ইভেন্টের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল হলুদ জার্সিধারীরা। বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর কয়েক দিন মাত্র। তার আগে নিজেদের দল ঘোষণা করে আসন্ন বিশ্ব ফুটবলের মেঘা ইভেন্টে নিজেদের যাত্রা শুরু করে দিল ব্রাজিল।

একাধিক চমক রয়েছে ব্রাজিলের দলে:

একাধিক চমক রয়েছে ব্রাজিলের দলে:

ফিফা বিশ্বকাপ ২০২২-কে ঘিরে যে দল ঘোষণা করেছে ব্রাজিল তাতে চমকের ছড়াছড়ি। বিশ্বকাপের দলে সুযোগ পাননি রবার্তো ফিরমিনো। লিভারপুলের তারকা স্ট্রাইকারের সুযোগ না পাওয়াটা নিঃসন্দেহে চোখে পড়ার মতো ঘটনা। ইংল্যান্ডের ক্লাবটির হয়ে দারুণ ফর্মে রয়েছেন ফিরমিনো, তা ছাড়া বিগত দুই মরসুমেও মহম্মদ সালাহর অন্যতম পার্টনার তিনি। ফিরমিনো না সুযোগ পেলেও দলে জায়গা পেয়েছেন বর্ষীয়ান ডিফেন্ডার ডানি আলভেজ। তিতের দলে আলভেজের সুযোগ পাওয়া প্রমাণ করে ৩৯ বছর বয়সেও তাঁর দক্ষতার উপরই ভরসা রয়েছে ব্রাজিলের। বিশ্বকাপে ব্রাজিলের দলের নেতৃত্ব দেবেন নেইমার।

ইতিহাস তৈরি করলেন ডানি আলভেজ:

ইতিহাস তৈরি করলেন ডানি আলভেজ:

বিশ্বকাপ দলে ৩৯ বছর বয়সী ড্যানি আলভেজকে সুযোগ দিয়ে বিরাট চমক দিয়েছে ব্রাজিল। সবচেয়ে বেশি বয়সে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পাওয়া ফুটবলারের নজির এত দিন ছিল দালমা স্যান্টোসের। সেই নজির ভেঙে দিলেন আলভেজ। ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপে দালমা ৩৭ বছর বয়সে ডাক পান। ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ফিলিপ কুর্টিনহো। অভিজ্ঞ এই স্ট্রাইকারের অনুপস্থিতি চিন্তা বাড়াতে পারে নেইমারদের।

কাফু-রোনাল্ডোদের নজির স্পর্শ করতে চেলেছেন থিয়াগো সিলভা:

কাফু-রোনাল্ডোদের নজির স্পর্শ করতে চেলেছেন থিয়াগো সিলভা:

আসন্ন কাতার বিশ্বকাপে খেলে নজির গড়তে চলেছেন ব্রাজিলের বর্ষীয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা। এই নিয়ে টানা চারটি বিশ্বকাপে খেলবেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ব্রাজিলের হয়ে এর আগে চারটি করে বিশ্বকাপ খেলার নজির রয়েছে পেলে, নিল্টন স্যান্টোস, কাস্তিলহো, দালমা স্যান্টোস, এমার্সন লেয়াও, কাফু এবং রোনাল্ডোর। কিংবদন্তি ফুটবলারদের সেই তালিকায় নাম তুলতে চলেছেন থিয়াগো সিলভা। যদিও এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পাঁচটি করে বিশ্বকাপ খেলার নজির রয়েছে লোথার ম্যাথিউজ, রাফায়েল মার্কুয়েজ এবং এন্তোনিয়ো কার্বাহালের।

বিশ্বকাপেব্রাজিলের সূচি:

বিশ্বকাপেব্রাজিলের সূচি:

বিশ্বকাপে গ্রপ জি-তে রয়েছে ব্রাজিল। আগামী ২৪ নভেম্বর প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া। ২৮ নভেম্বর ব্রাজিল দ্বিতীয় ম্যাচটি খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে এবং ৩ ডিসেম্বর গ্রুপ পর্বে ব্রাজিল শেষ ম্যাচে মুখোমুখি হবে ক্যামেরুনের।

ব্রাজিলের বিশ্বকাপ দল:

ব্রাজিলের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আলিসন বেকার, এডারসন সান্তানা, ওয়েভারটন পেরেরা

ডিফেন্ডার: ড্যানি আলভেজ, দানিলো, আলেক্স সান্দ্রো, আলেক্স তেলেস, ব্রেমের, এদের মিলিটো, মার্কুইনোস, থিয়াগো সিলভা

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, এভার্টন রিবেইরো, ফাবিয়ানহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা

স্ট্রাইকার: নেইমার, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনহা, রদ্রিগো, অ্যান্টনি ডস স্যান্টোস, ভিনিসিয়াস জুনিয়র

English summary
Qatar World Cup: Brazil announce 26 members squad for FIFA World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X