For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতারের কাছে লড়ে হার দশজনের ভারতের, মেসির রেকর্ড ভাঙলেন ইউএই-র ফুটবলার

Google Oneindia Bengali News

বিশ্বকাপ তথা এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের খেলায় দোহায় শক্তিশালী কাতারের কাছে পরাস্ত ভারত। তবে ১৭ মিনিটের পর থেকে ১০ জনে খেলেও সুনীল ছেত্রীরা অদম্য মনোভাব দেখিয়ে লড়াই চালালেন। গ্রুপশীর্ষে থাকা কাতার ভারতকে হারাল ১-০ গোলে।

কাতারের কাছে লড়ে হার দশজনের ভারতের, মেসির রেকর্ড ভাঙলেন ইউএই-র ফুটবলার

বল দখলের লড়াইয়ে দাপট দেখিয়েছে কাতারই। গোটা খেলায় মাত্র ২৫ শতাংশ বলই নিজেদের দখলে রাখতে পেরেছে ভারত। ৩৩ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন আবদুলাজিজ হাতেম। এদিন শুরু থেকে শেষ অবধি আক্রমণের ঝড় তোলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একটি ম্যাচে না হারা কাতার। ভারতের অর্ধে এদিনও লাগাতার ৮ থেকে ৯ জন ফুটবলার থেকে ক্রমাগত চাপে রাখলেন ভারতীয় ডিফেন্সকে। ভারতীয় দলের হয়ে মনবীর সিং দুটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি। ভারতের সমস্যা বাড়ায় রাহুল ভেকের দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে ১৭ মিনিটে মাঠ ছাড়ার ঘটনা। ৯ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভেকে। এরপর ১৭ মিনিটে হ্যান্ডবলের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি।

৩৩ মিনিটে গোল হজম করার পর সুনীল ছেত্রীর বাড়ানো বলে সুযোগ পেয়েছিলেন মনবীর, যদিও বল জালে জড়াতে পারেননি। করোনা জয় করে এই প্রথম ভারতীয় দলের হয়ে খেলতে নামা সুনীল অবশ্য দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলতে পারেননি। তাঁর পরিবর্তে উদান্ত সিংকে নামান কোচ স্টিমাচ। কাতারের অগুণতি সুযোগ নষ্ট ছাড়াও আরও একবার ভারতের মান বাঁচালেন গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু, অনবদ্য কিছু সেভ করে।

এদিনই বাংলাদেশের সঙ্গে এক-এক গোলে ড্র করেছে আফগানিস্তান। ছয় ম্যাচে ভারতের পয়েন্ট ৩-ই রইল। সমসংখ্যক ম্যাচে আফগানিস্তান দুই পয়েন্ট বেশি নিয়ে রইল তৃতীয় স্থানে। ভারতকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে হলে তৃতীয় স্থান অধিকার করতেই হবে। এক পয়েন্ট কম নিয়ে গ্রুপে সকলের নীচে থাকা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পরের ম্যাচ ৭ জুন। আফগানিস্তানের বিরুদ্ধে দোহায় শেষ ম্যাচ খেলবে ভারত।

অন্য ম্যাচে, মালয়েশিয়ার বিরুদ্ধে প্রথম গোলটি করেই লিওনেল মেসির রেকর্ড ভাঙলেন সংযুক্ত আরব আমিরশাহীর ফুটবলার আলি মাবখৌত। দেশের হয়ে তিনি ৭২তম গোল করলেন। মেসি আর্জেন্তিনার হয়ে গোল করেছেন ৭১টি।

English summary
Qatar Beat India In FIFA World Cup As Well As Asian Cup Qualifier. India Went Down 10-Men After Rahul Bheke's Sent Off In The 17th Minute.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X