For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা থেকে এক কদম দূরে পিএজি, করোনায় প্রোটোকল ভেঙে বিতর্কে নেইমার

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা থেকে এক কদম দূরে পিএজি, করোনায় প্রোটোকল ভেঙে বিতর্কে নেইমার

  • |
Google Oneindia Bengali News

চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে এক কদম দূরে পিএজি। ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল পিএসজি। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে নেইমাররা লাইপজিগকে ৩-০ গোলে হারিয়েছে।

ফাইনাল কবে?

ফাইনাল কবে?

আজ দ্বিতীয় সেমিফাইনালে লিয় বনাম বায়ার্ন মিউনিখের মধ্যে বিজয়ী দলের বিরুদ্ধে পিএসজি ফাইনাল খেলবে। রবিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, সেই ম্যাচে নামার আগে অবশ্য নেইমারের এক আচরণে উদ্বেগ তৈরি হয়েছে।

করোনায় প্রোটোকল ভাঙলেন নেইমার

করোনায় প্রোটোকল ভাঙলেন নেইমার

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে গিয়েই বিপত্তি ঘটিয়ে ফেললেন নেইমার। করোনাভাইরাস প্রোটোকল ভেঙে বসেছেন ব্রাজিলিয়ান।

করোনাকালে খেলার মাঠে নতুন নিয়ম

করোনাকালে খেলার মাঠে নতুন নিয়ম

করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার পর, ফুটবলে নিয়মনীতিতে একাধিক পরিবর্তন এসেছে। প্রতিটি মাঠে এখন বায়োবাবল সুরক্ষা বলয়ে খেলা হচ্ছে। ফুটবলারদেরও সেই নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।

করোনাকালে জার্সি বদলের নিয়ম নেই!

করোনাকালে জার্সি বদলের নিয়ম নেই!

নতুন নিয়মনীতিতে ম্যাচ চলাকালীন বা ম্যাচের পর কোনওভাবেই জার্সি বদল করা যাবে না। জার্সি বদল করলে খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে। এই কারণেই কোভিড পরবর্তী ফুটবলে উয়েফা এই নিয়ম জারি করেছে। আর এখানেই জার্সি খুলে ভুল করে বসেছেন নেইমার।

প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে জার্সি বদল নেইমারের

প্রতিপক্ষের ফুটবলারের সঙ্গে জার্সি বদল নেইমারের

ম্যাচ জয়ের পর লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন নেইমার। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পর নেইমারের করোনা প্রটোকল ভাঙা নিয়ে হইচই পড়ে যায়।

উয়েফার নিয়ম কী বলছে

উয়েফার নিয়ম কী বলছে

করোনাকালে কোভিড থেকে বাঁচতে খেলা নিয়ে উয়েফার নতুন যে নিয়ম রয়ছে, তাতে বলা আছে ম্যাচের পর জার্সি বদল করলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হবে। সঙ্গে ফুটবলারকে ১২ দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে।

নেইমারের কী শাস্তি হচ্ছে?

নেইমারের কী শাস্তি হচ্ছে?

রবিবার চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল। বুধবার সন্ধ্যে পর্যন্ত নেইমারের শাস্তি হচ্ছে কিনা, সেই নিয়ে উয়েফা অবশ্য কোনও মন্তব্য করেনি।
তবে প্রোটোকল ভেঙে ফাইনালের আগে অযথা নিজেকে ঝামেলায় জড়ালেন নেইমার।

আইপিএল ২০২০ : বিসিসিআইয়ের কোয়ারেন্টাইন বিধি অনেকটা এমনই হতে পারেআইপিএল ২০২০ : বিসিসিআইয়ের কোয়ারেন্টাইন বিধি অনেকটা এমনই হতে পারে

English summary
PSG win vs Leipzig: Neymar could be BANNED for Champions League final after swapping shirts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X