For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Lionel Messi: বিশ্বকাপের পরই চুক্তি বাড়ানো নিয়ে মেসির সঙ্গে আলোচনায় বসবে পিএসজি

Lionel Messi: বিশ্বকাপের পরই চুক্তি বাড়ানো নিয়ে মেসির সঙ্গে আলোচনায় বসবে পিএসজি

Google Oneindia Bengali News

এই বছর লিওনেল মেসির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে প্যারিস সাঁ জাঁ-এর। দীর্ঘ দুই দশম ক্যাম্প ন্যূ-তে কাটানোর পর দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-তে সই করেন লিওনেল মেসি। মেসিকে সই করিয়ে চমক দিয়েছিল প্যারিসের ক্লাবটি। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্রে আবির্ভাবে খোলনলচে বদলে যায় পিএসজি। চলতি মরসুমের শেষে মেসির সঙ্গে চুক্তির ইতি ঘটছে পিএসজি'র। আর্জেন্টাইন তারকাকে ধরে রাখতে মরিয়া পিএসজি কর্তৃপক্ষ বিশ্বকাপ শেষে আলোচনায় বসতে চলেছেন ফুটবল যুবরাজের সঙ্গে।

Lionel Messi: বিশ্বকাপের পরই চুক্তি বাড়ানো নিয়ে মেসির সঙ্গে আলোচনায় বসবে পিএসজি

বিশ্বকাপে প্রত্যাশিত মতোই দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল মেসি। তাঁর দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি নেদারল্যান্ডসের বিপক্ষে। শোনা যাচ্ছে এমএসএস-এর ক্লাব ইন্টার মিয়ামি মেসিকে পাওয়ার জন্য টাকার ঝুলি উজাড় করে ঝাঁপাতে চলেছে আগামী মরসুমের ট্রান্সফার উইন্ডোতে। তবে, পিএসজি-র প্রধান আল-খেলাইফি জানিয়েছেন বিশ্বকাপের পর তাঁরা আলোচনায় বসবেন মেসির সঙ্গে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, পিএসজির সভাপতিকে জিজ্ঞাসা করা হয়েছে মেসি ক্লাবের সঙ্গে আর চুক্তি বাড়াতে চান কি না। কাতারের দোহাতেই আলোচনায় বসার কথা তাঁরা জানিয়েছেন মেসির সঙ্গে। আল-খেলাফি বলেছেন, "এই মরসুমে আমাদের হয়ে দারুণ পারফর্ম করেছে ও। অনেক গোল করেছে এবং গোলের পাস বাড়িয়ছে জাতীয় দল এবং ক্লাবের জন্য। আমরা দুই পক্ষই সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপের পর আলোচনায় বসার।"

পিএসজির সভাপতি জানিয়েছে ফ্রান্সের ক্লাবটি আগ্রহী মার্কাস র্যাসফোর্ডকে সই করানোর বিষয়ে। তবে, এখনই সেই বিষয়ে পিএসজি কথা বলতে চায় না। তিনি বলেছেন, "এটা উপযুক্ত সময় নয় আলোচনা করার। আজ যদি ও ফ্রি এজেন্ট থাকে তা হলে সরাসরি ওর সঙ্গে কথা বলব আমরা। এখন ওকে বিশ্বকাপে ফোকাস রাখতে দিন। আশা করি আমরা আগ্রহী হলে জানুয়ারিতে ওর সঙ্গে কথা বলব।"

English summary
PSG to hold talks with Lionel Messi for Possible contract extension.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X