For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমবাপেকে নিতে রিয়াল মাদ্রিদ ঝাঁপালেও প্রস্তাব ফেরাল পিএসজি, ফরাসি তারকার আকাশছোঁয়া দর!

  • |
Google Oneindia Bengali News

পিএসজি ছাড়তে চাইছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তাঁকে নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদও ঝাঁপিয়েছে। কিন্তু এখনও এমবাপের চুক্তি রয়েছে পিএসজি-র সঙ্গে। ফলে বাজার দরের তুলনায় অনেক কম অর্থের প্রস্তাব দেওয়ার কারণ দেখিয়ে রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বলে জানিয়ে দিলেন পিএসজি-র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো।

এমবাপে পিএসজি ছাড়বেন

এমবাপে পিএসজি ছাড়বেন

পিএসজি-র সঙ্গে চলতি মরশুমের পরই এমবাপের চুক্তি শেষ হচ্ছে। কিন্তু তার আগেই এমবাপে পিএসজি ছাড়তে পারেন বলে জল্পনা তুঙ্গে ওঠে। সে কথা যে সত্যি তা বোঝা গিয়েছে লিওনার্দোর কথায়। এমনকী এমবাপেকে নিতে রিয়াল ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব যে দিয়েছে তা জানিয়েছেন লিওনার্দো। তিনি বলেন, আমরা এমবাপেকে ধরে রাখতে চাই। তার সঙ্গে চুক্তির মেয়াদও বাড়াতে প্রস্তুত। কিন্তু এমবাপে যদি নিজেই ক্লাব ছাড়তে চান তাহলে চুক্তির সমস্ত শর্ত মেনেই তাঁকে তা করতে হবে। লিওনার্দো বলেছেন, এমবাপে যে ক্লাব ছাড়তে চান এবং তাঁকে নিতে রিয়াল প্রস্তাব দিয়েছে দুটোই সত্যি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার এক সপ্তাহ আগেও আমাদের অবস্থান বদলাচ্ছে না যে, যদি এমবাপে বা যে কেউ ক্লাব ছাড়তে চান, তাহলে তাঁকে আমরা আটকাব না। কিন্তু শর্ত ভাঙা চলবে না। পিএসজি-র দুটি প্রস্তাব এমবাপে যে ফিরিয়ে দিয়েছেন সে কথাও জানিয়েছেন লিওনার্দো। দুবার এমবাপেকে পিএসজি প্রস্তাব দিয়ে এই বার্তা দিয়েছে যে, ফরাসি তারকা ক্লাবের পরিকল্পনার একজন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু সব কিছুর ঊর্ধ্বেও নন।

রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান

রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান

লিওনার্দো মনে করেন রিয়াল মাদ্রিদ এমবাপেকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কৌশলী ভূমিকা নিয়েছে। পিএসজি না করায় তাদের এই মরশুমে হয়তো অসুবিধাও হবে না। কিন্তু রিয়াল দেখাতে পারবে এমবাপেকে নেওয়ার জন্য ক্লাবের তরফে চেষ্টা করা হয়েছিল। তা হয়নি, তবে পরের মরশুমে চুক্তি শেষে এমবাপে যখন ফ্রি এজেন্ট হয়ে যাবেন তখন তাঁকে নেওয়া হবে। তবে এমবাপেকে নিতে গত ২ বছর ধরে রিয়াল যে পদ্ধতিতে চেষ্টা করছে তা সঠিক নয় বলেই মনে করেন পিএসজি কর্তা। তাছাড়া রিয়াল সরাসরি ক্লাবকে এড়িয়ে এমবাপের সঙ্গে যেভাবে যোগাযোগ করা তা বেআইনি বলেও দাবি পিএসজি-র। চুক্তি শেষের এক বছর আগে এবং ট্রান্সফার উইন্ডো বন্ধের এক সপ্তাহ আগে রিয়ালের অফার আগামী মরশুমের দর কষাকষির অঙ্গ বলেই মনে করা হচ্ছে।

সঠিক দরেই যেতে পারবেন অন্যত্র

সঠিক দরেই যেতে পারবেন অন্যত্র

লিওনার্দো জানিয়েছেন, মোনাকো থেকে যখন পিএসজিতে এমবাপে ২০১৭ সালে এসেছিলেন তখন তাঁর বাজারমূল্য ছিল ১৮০ মিলিয়ন ইউরো। ফলে রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরো এমবাপের বর্তমান যা মূল্য তার তুলনায় অনেক কম। সে কারণেই আমরা রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। তবে তারপরও এমবাপে ক্লাব ছাড়তে চাইলে ন্যায্য অর্থ পেলে তবেই তাঁকে ছাড়া হবে। এ বছরই লিওনেল মেসিকে সই করিয়েছে পিএসজি। মেসি-নেইমার-এমবাপের মতো স্বপ্নের আক্রমণভাগ নিয়ে মরশুমের পরিকল্পনা করেছে পিএসজি। সেই স্বপ্ন বজায় রাখতে ক্লাব সবরকম চেষ্টা করবে বলে জানান লিওনার্দো। তবে তিনি এটাও জানিয়েছেন, এমবাপে পিএসজিকে এমন কথাও দিয়েছেন যে, তিনি চুক্তি শেষের আগে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে চান না। ক্লাবের আর্থিক ক্ষতি হোক এমনটা চান না বলেই আশ্বাস দিয়েছেন ফরাসি তারকা।

English summary
PSG Rejected Real Madrid's Bid For Kylian Mbappe. The Opening Bid Falls Below PSG's Current Valuation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X