For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা লিগের অন্যতম শক্তিশালী দল', ডার্বির আগে যে কোনও মূল্যে জয়ের খোঁজে বাগানের অন্যতম অধিনায়ক

'আমরা লিগের অন্যতম শক্তিশালী দল', ডার্বির আগে যে কোনও মূল্যে জয়ের খোঁজে বাগানের অন্যতম অধিনায়ক

Google Oneindia Bengali News

লিগের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আত্মবিশ্বাসী এটিকে মোহনবাগানের ডিফেন্সের অন্যতম ভরসা প্রীতম কোটাল। দীর্ঘ দিন সবুজ-মেরুনের ডিফেন্সের সঙ্গী প্রীতম শুক্রবার কোচিতে উড়ে যাওয়ার আগে জানিয়েছেন কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সম্পূর্ণ পয়েন্ট তুলে আনার বিষয়ে আশাবাদী তিনি।

আমরা লিগের অন্যতম শক্তিশালী দল, ডার্বির আগে যে কোনও মূল্যে জয়ের খোঁজে বাগানের অন্যতম অধিনায়ক

শুক্রবার যুবভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনের পর বিকেলে কোচি যাওয়ার বিমান ধরেন সবুজ-মেরুন ফুটবলাররা। তাঁর আগে এটিকে মোহনবাগানের মিডিয়া টিমকে দেওয়া সাক্ষাৎকারে প্রীতম কোটাল বলেছেন, "ডার্বির আগে কেরালা ম্যাচে ভাল ফল করাটা অত্যন্ত জরুরি। আমাদের পয়েন্ট পেতেই হবে। প্রথম লক্ষ্য তিন পয়েন্ট। ওরা গত বার ফাইনাল খেলেছিল। যথেষ্ট শক্তিশালী দল। আজ পর্যন্ত ওদের সঙ্গে যত ম্যাচ খেলেছি সব ম্যাচই হাড্ডাহাড্ডি হয়েছে। এ বারও সেরাটা খেলে জিততে হবে।"

অভিজ্ঞ ডিফেন্ডার জানেন ডার্বির আগে জয় পুরো মোহনবাগান দলকে চাঙ্গা করে দিতে পারে। তিনি বলেন, "এই ম্যাচে তিন পয়েন্ট পেলে ডার্বির আগে পুরো দলের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। সবে লিগ শুরু হয়েছে, ঘরের মাঠে প্রথম ম্যাচটা জিততে পারলে ভাল হত। চেন্নাইয়ানের বিরুদ্ধে যে ভাবে আমরা খেলাটা শুরু করেছিলাম তাতে মনে হয়েছিল বড় ব্যবধানে জিতবো। মরসুমের শুরু থেকেই যে কোনও ম্যাচের শুরুটা ভাল করছি আমরা, গোলও করছি। কিন্তু শেষের দিকে মনসংযোগ ধরে রাখতে পারছি না। সেই জন্যই ম্যাচ জিততে পারছি না। এই রোগটা সারানোর জন্য চেষ্টা চলছে। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। কোচও নানা ভাবে উদ্বুদ্ধ করছে, ভুল ত্রুটি শুধরে দিচ্ছেন।"

একই সঙ্গে প্রীতম কোটাল জানিয়েছেন, প্রথম ম্যাচে হারের প্রভাব পড়বে না গত বারের আইএসএল রানার্সদের বিরুদ্ধে। তিনি বলেছেন, "প্রথম ম্যাচে হেরে গিয়েছি বলে কেরালা ম্যাচে তার প্রভাব পড়বে বলে মনে করি না। প্রতিযোগীতার অন্যতম শক্তিশালী দল আমরা। সব থেকে বড় কথা গোলের সুযোগ তৈরি করতে পারছি। সঠিক পাসে সব জায়গাতে আমরা প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকছি। ফলে শেষ পর্যন্ত লক্ষ্য়ে স্থির থাকলে, মনসংযোগ ঠিক থাকলে আমরা জয়ে ফিরবোই।"

English summary
Pritam Kotal is confident to win against Kerala Blaster.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X