For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে জেনে নিন কেমন কী খবর ক্রোয়েশিয়া এবং ডেনমার্কের শিবিরে

শেষ ষোলোর লড়াইয়ে আজ ক্রোয়েশিয়ার সামনে ডেনমার্ক। দু’টি দলই এখনও পর্যন্ত অপরাজিত বিশ্বকাপে। পারফরম্যান্সের বিচারে ডেনমার্কের থেকে এগিয়ে ক্রোয়েশিয়া।

Google Oneindia Bengali News

অঘটনের বিশ্বকাপে প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে প্রথম দিনই জোড়া অঘটনের সাক্ষী থেকেছে রাশিয়া। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বিশ্ব ফুটবলের সর্বকালীন দুই সেরা ফুটবলার লিওনেল মেসির দল আর্জেন্তিনা এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ইউরো জয়ী দল পর্তুগাল।

শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে জেনে নিন কেমন কী খবর ক্রোয়েশিয়া এবং ডেনমার্কের শিবিরে

এই পরিস্থিতিতে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচে রবিবার মুখোমুখি ক্রোয়েশিয়া এবং ডেনমার্ক। বিশ্ব ফুটবলে তেমন নাম ডাক না থাকলেও এই বিশ্বকাপে চমক দিয়েছে এই দুই দলই।

গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে ক্রোয়েশিয়া। তারা গ্রুপের খেলায় হারিয়েছে আর্জেন্তিনা, নাইজেরিয়া এবং আইল্যান্ডের মতো দলকে।
অন্য দিকে, ডেনমার্কও গ্রুপ পর্বের একটি ম্যাচেও হারেনি। একটি ম্যাচে জয় পেয়েছে তারা। দু'টি ম্যাচ ড্র হয়েছে।

এখনও পর্যন্ত দুই দল অপরাজেয় হলেও তুল্যমূল্য বিচারে এই ম্যাচের আগে এগিয়ে রয়েছে ক্রোয়েশিয়া। প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে নামার আগে সেই কথা মেনেও নেন ডেনমার্কের প্রধান ফুটবলার ক্রিস্টিয়ান এরিকসন। তিনি জানিয়ে দেন ফেভারিট হিসেবেই শুরু করবে এই ম্যাচে ক্রোয়েশিয়া। টোটেনহ্যাম হটস্প্যারের প্লে মেকার বলেন, 'ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ভাল করতে পারলে সেটা গোটা দেশের গর্ব হবে।যদি গ্রুপ পর্যায় শেষেই আমাদের দেশে ফিরে যেতে হত তাহলে তা গোটা দেশের কাছেই লজ্জার হত।

ক্রোয়েশিয়া একটু হলেও ফেভারিট এই ম্যাচে। আপনি যদি ওদের প্লেয়ারদের দিকে দেখেন এবং দেখেন ওরা কোন কোন ক্লাব থেকে খেলতে এসেছে তাহলেই বোঝা যাবে। কিন্তু আমি মনে করি ৯০ মিনিটের মধ্যেই আমরা ম্যাচ শেষ করতে পারব।'

এরিকসন ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখলেও রিয়াদ মাদ্রিদের মিডফিল্ডার মাতিও কোভাসিচ দলকে সাবধান করে দিয়েছে এরিকসনকে নজরে রাখতে। তিনি বলেন, 'ক্রিস্টিয়ান এরিকসন একজন দরুণ একজন প্লেয়ার।

টোটেনহ্যামে নিজেকে প্রমাণ করেছে ও। ওর যোগ্যতার সম্পর্কে আমরা সচেতন। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ওর অসম্ভব ভাল শট নেওয়ার ক্ষমতার কথা। আমাদের খুব সাবধান থাকতেই হবে। আমরা আর্জেন্তিনার বিরুদ্ধে খেলায় লিওনেল মেসিকে আটকে দিয়েছিলাম। আমরা আবারই সেই কাজটা করতে পারব।'

তাঁর আরও সংযোজন, 'এটা একটা কঠিন ম্যাচ হতে চলেছে আমাদের জন্য। আমরা ভাল খেলেছি এবং জয়ও পেয়েছি। কিন্তু আমরা যদি ডেনমার্কের বিরুদ্ধে জিততে না পারি তাহলে আমাদের কিছু করার থাকবে না।'
আইসল্যান্ডের বিরুদ্ধে দলের একাধিক তারকা প্লেয়ারকে বিশ্রাম দিয়েছিল ক্রোয়েশিয়া। ডেনমার্কের বিরুদ্ধে তাদেরকেই ফের হবে প্রথম একাদশে। ফলে ইভান রাকিটিচ, মারিও মান্দজুকিচদের ফের এই ম্যাচে দেখা যাবে ক্রোয়েশিয়ার জার্সিতে।

এই ম্যাচে চোট সারিয়ে ডেনমার্কের প্রথম একাদশে ফিরতে পারেন উইলিয়াম কিভিস্ট। এক ম্যাচের নিশেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে ডেনমার্কের দলে ফিরতে পারেন ইউসুফ পলসেন।

English summary
Denmark will face Croatia in the pre quarterfinal match of 2018 russia world cup. Both the teams are unbeaten in this world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X