• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিম্বাবোয়ের বিরুদ্ধে নামার আগে কী খবর ভারতের, এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট এবং আবহাওয়ার আপডেট

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম জিম্ববোয়ে সিরিজ। বহু বছর পর জিম্বাবোয়ে সফরে গেল ভারত। আফ্রিকার এই দলটির বিরুদ্ধে কে এল রাহুলের নেতৃত্বে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সিরিজের প্রথম ম্যাচের আগে জেনে নিন দুই দলরে হাল হকিকত, পিচ রিপোর্ট, আবহাওয়ার আপডেট, সম্ভাব্য একাদশ সহ অন্যান্য জরুরি তথ্য।

ভারত:

ভারত:

দুর্ধর্ষ ছন্দে রয়েছে ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজে নিকেলাস পুরানের দলকে ওডিআই এবং টি-২০ সিরিজে পর্যুদস্ত করেছে টিম ইন্ডিয়া। সাময়িক বিশ্রামের পর ভারতের সামনে জিম্বাবোয়ের চ্যালেঞ্জ। ধারা এবং ভারে জিম্বাবোয়ের থেকে অনেকটাই এগিয়ে থাকা ভারত প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করার লক্ষ্যেই বৃহস্পতিবার হারারে স্পোর্টস গ্রাউন্ডে মাঠে নামবে। চোট কাটিয়ে এবং কোভিড মুক্ত হয়ে আইপিএল-এর পর এই প্রথম মাঠে নামছেন কে এল রাহুল। দীর্ঘ দিন মাঠে নেমে এই সিরিজের অধিনায়কের দায়িত্বে থাকা রাহুল কেমন পারফরম্যান্স করে সেই দিকে নজর থাকবে। এ ছাড়া শুভমন গিল, শিখর ধাওয়ান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ভারতের জন্য। এই সিরিজের নজর থাকবে দীপক চাহারের উপরও। চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন চাহার। তবে প্রথম ম্যাচে তাঁর না খেলার সম্ভাবনাই বেশি।

জিম্বাবোয়ে:

জিম্বাবোয়ে:

ঘরের মাঠে খেলা হলেও ভারতের থেকে পিছিয়ে রয়েছে জিম্বাবোয়ে। সদ্যই বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছে সিকান্দার রাজা, ওয়েসলি মাধিভারারা। তবে, ভারতের বিরুদ্ধে তাঁদের পরীক্ষা কঠিন হবে। টি-২০ বিশ্বকাপের দিকে নজর রেখে এই সিরিজে জিম্বাবোয়ের দলে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। শক্তিশালী প্রতিপক্ষের সামনে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ক্ষমতা বুঝে নেওয়ার লক্ষ্য থাকবে জিম্বাবোয়ের। প্রথম ম্যাচে জিম্বাবোয়ের দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ইনোসেন্ট কেইয়া, রায়ান ব্রুল, সিকান্দার রাজারা।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

হারারের উইকেটে ব্যাটসম্যানরা যেমন সুবিধা পান তেমনই সুবিধা পান বোলাররা। এটা নিউট্রাল উইকেট। এই উইকেটে প্রথম ইনিংসে গড় রান ২৪৮। এই পিচে রান তাড়া করতে নামা দলের রেকর্ড দুর্দান্ত। ৮০ শতাংশ ম্যাচে রান তাড়া করতে নামা দল জেতে। ফলে টসে জিতে ভারতের বোলিং নেওয়াই ঠিক সিদ্ধান্ত হবে।

আবহাওয়া:

আবহাওয়া:

ম্যাচের সময়ে তাপমাত্র ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা এবং আপেক্ষিক আদ্রতা থাকার কথা ২২ শতাংশ। ম্যাচের সময়ে ৫-৮ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।ম্যাচের সময়ে তাপমাত্র ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা এবং আপেক্ষিক আদ্রতা থাকার কথা ২২ শতাংশ। ম্যাচের সময়ে ৫-৮ কিমি/ঘণ্টা বেগে হাওয়া বইবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

ভারতের সম্ভাব্য একাদশ:

ভারতের সম্ভাব্য একাদশ:

শিখর ধাওয়ান, শুভমন গিল, রাহুল ক্রিপাঠী, কে এল রাহুল (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, দীপক হুডা, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, রবি বিষ্ণোই

জিম্বাবোয়ের সম্ভাব্য একাদশ:

জিম্বাবোয়ের সম্ভাব্য একাদশ:

মিল্টন শুম্বা, ইনোসেন্ট কাইয়া, রেগিস চাকাবভা (অধিনায়ক), তাকুডজাওয়ান্সি কাইতানো, সিকান্দার রাজা, ওয়েসলি মাধিভারারা, রায়ান ব্রুল, লুক জংবি, ডোনাল্ড টিরিপানো, ভিক্টোর ইয়াউচি, রিচার্ড গারাভা

English summary
Preview of the match between India and Zimbabwe.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X