For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মরসুমের প্রথম ম্যাচে নামার আগে রাজস্থানকে বাড়তি সমীহ করলেও লক্ষ্যে অবিচল এটিকে মোহনবাগানের প্রশিক্ষক

মরসুমের প্রথম ম্যাচে নামার আগে রাজস্থানকে বাড়তি সমীহ করলেও লক্ষ্যে অবিচল এটিকে মোহনবাগানের প্রশিক্ষক

Google Oneindia Bengali News

রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এটিকে মোহনবাগান নতুন মরসুম শুরু করতে চলেছে। মরসুমের প্রথম ম্যাচে নামার সাবধানী এটিকেএমবির কোচ। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ হলেও সাবধানে পা ফেলতে চান জুয়ান ফেরান্দো।

ডুরান্ড কাপ দিয়ে নতুন মরসুম শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান:

ডুরান্ড কাপ দিয়ে নতুন মরসুম শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান:

গত মরসুমে মাঝ পথে অ্যান্তোনিও লোপেজ হাবাস দায়িত্ব ছাড়ার পর এটিকে মোহনবাগানের কোচ হিসেবে দায়িত্ব নেন জুয়ান ফেরান্দো। গত বার ক্লাবে কোনও ট্রফি এনে দিতে না পারলেও এটিকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন করার মতো জায়গায় নিয়ে গিয়েছিলেন তরুণ স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। অল্পের জন্য লক্ষ্যচ্যূত হলেও ফেরান্দো এই মরসুমে একই ভুল করতে নারাজ। ডুরান্ড কাপ দিয়ে শুরু হয়েছে ভারতীয় ফুটবলের নতুন মরসুম। শনিবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান।

প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ:

প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ:

প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ আই লিগের দল রাজস্থান ইউনাইটেড। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা লিগে প্রথম মরসুম অনুযায়ী ভালই পারফর্ম করেছিল রাজস্থানের দলটি। একাধিক তরুণ ফুটবলারকে নিয়ে তৈরি এই দলকে যথেষ্ট সমীহ করছেন বাগানের কোচ। মরসুমের প্রথম ম্যাচ যে কোনও দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মেপে পা ফেলতে চান জুয়ান। তবে, জয় দিয়েই মরসুম শুরু করতে চান তিনি। ডুরান্ডের গরিমা এবং ঐতিহ্যকে মনে করিয়ে দিয়ে স্প্যানিশ কোচ বলেছেন, "ডুরান্ড কাপ একটি প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগীতা। শনিবার সেই প্রতিযোগীতায় খেলতে নামছি আমরা। রাজস্থানের বেশ কয়েকটি ম্যাচ আমি দেখেছি। আই লিগের ক্লাব হলেও দলটা ভাল। যে কোনও প্রতিযোগীতার প্রথম ম্যাচ কঠিন হয়। এই ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং জিততে চাই আমরা।"

কঠিন গ্রুপে রয়েছে এটিকে মোহনবাগান মনে করেন জুয়ান:

কঠিন গ্রুপে রয়েছে এটিকে মোহনবাগান মনে করেন জুয়ান:

এই বারে ডুরান্ড কাপে তাঁর দল কঠিন গ্রুপে রয়েছে মনে করেন জুয়ান ফেরান্দো। তিনি বলেছেন, "কঠিন গ্রুপে পড়েছি আমরা। পরবর্তী পর্বে যেতে হলে সাত বা আট পয়েন্ট লাগবেই। কিন্তু আমাদের লক্ষ্য় গ্রুপ পর্যায়ের প্রতিটা ম্যাচই জেতা। ডার্বি নিয়ে এখন থেকে ভাবতে রাজি নই। ম্যাচ ধরে ধরে এগোতে চাই। বিদেশি ছাড়াও আমাদের দলে বেশ কিছু নতুন ফুটবলার সই করেছে এই মরসুমে। তাঁরা অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করছে। বিদেশিদের প্রত্যেকেই ফিট রয়েছে। কোন চার জনকে খেলাব তা ম্যাচের দিন সকালে ঠিক করব। যে ভাল ফর্মে থাকবে সেই সুযোগ পাবে।"

ডুরান্ড কাপের জন্য এটিকে মোহনবাগানের স্কোয়াড:

ডুরান্ড কাপের জন্য এটিকে মোহনবাগানের স্কোয়াড:

ডুরান্ড কাপের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করল এটিকে মোহনবাগান। গোলরক্ষক: বিশাল কাইথ, অর্শ আনওয়ার, অভিলাস পাল, দেবনাথ মণ্ডল ডিফেন্ডার: ফ্লোরেন্তিন পোগবা, ব্রেন্ডন হ্যামিল, প্রীতম কোটাল, শুভাশিস বসু, আশিস রাই, দীপক টাংরি, সুমিত রাঠি,রভী রানা মিডফিল্ডার: জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বুমোস, প্রণয় হালদার, লেনি রড্রিগেজ, লালরিনলিনা হামতে, অভিষেক সূর্যবংশী, রিকি সাবং, এনসন সিং ফরওয়ার্ড: লিস্টন কোলাসো, দিমিত্রিচ পেত্রাতোস, মনবীর সিং, আশিক কুরুনিয়ান, কিয়ান নাসিরি গিরি, ফারদিন আলি মোল্লা।

ভাইচুং এআইএফএফ সভাপতি নির্বাচনে লড়বেন, ক্লাবগুলির স্বার্থরক্ষায় ফিফা ও এএফসিকে অনুরোধ কেন্দ্রেরভাইচুং এআইএফএফ সভাপতি নির্বাচনে লড়বেন, ক্লাবগুলির স্বার্থরক্ষায় ফিফা ও এএফসিকে অনুরোধ কেন্দ্রের

English summary
Preview of the match between ATK Mohun Bagan and Rajasthan United
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X