For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Cup: সমর্থকদের উপস্থিতি বড় সুবিধা মেনে নিলেও প্রথম ম্যাচে নামার আগে সাবধানী এটিকে মোহনবাগান কোচ

AFC Cup: সমর্থকদের উপস্থিতি বড় সুবিধা মেনে নিলেও প্রথম ম্যাচে নামার আগে সাবধানী এটিকে মোহনবাগান কোচ

Google Oneindia Bengali News

বুধবার যুবভারতীয় সবুজ ঘাসে এএফি অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। যোগ্যতা অর্জনকারী পর্বে ঢাকা আবহনী এবং ব্লু স্টারকে হারিয়ে গ্রুপ পর্বের যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ 'ডি'-তে রয়েছে তারা। ঘরের মাঠে এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে নামার আগে ভাল ফল করার বিষয়ে আশাবাদী এটিকে মোহনবাগান।

AFC Cup: সমর্থকদের উপস্থিতি বড় সুবিধা মেনে নিলেও প্রথম ম্যাচে নামার আগে সাবধানী এটিকে মোহনবাগান কোচ

এটিকেএমবি ছাড়াও গ্রুপ 'ডি'-তে রয়েছে গোকুলাম কেরল এফসি, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। গত বারের মতোই এ বারও গ্রুপের হার্ডল টপকে এটিকে মোহনবাগানের দল নক আউট পর্বে জায়গা করে নেবে, সেই বিষয়ে আশাবাদী সমর্থকেরা।

প্রিয় দলের সাফল্যের বিষয়ে সবুজ-মেরুন জনতা আশাবাদী হলেও ঘরের মাঠে খেলা হলেও সদ্য আই লিগ জয়ী এটিকে গোকুলাম কেরলকে হালকা ভাবে নিচ্ছেন না এটিকে মোহনবাগানের স্প্যনিশ কোচ হুয়ান ফেরান্দো। ফেভারিটের তকমা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রতিপক্ষরা যেখানে প্রত্যেকেই তাদের দেশের সেরা ফুটবল খেলিয়ে ক্লাব, সেখানে নিজেদের বেশি গুরুত্ব দেওয়ার প্রশ্নই নেই। নিজেদের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেছেন, "আমাদের প্রস্তুতি ভাল হয়েছে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। আশা করি ছেলেরা ম্যাচটি উপভোগ করবে। গ্যালারি ভর্তি সমর্থকের সামনে আমাদের খেলতে হবে, তারাও যাতে ম্যাচটি উপভোগ করতে পারেন ম্যাচটা, সে রকম খেলতে হবে। সব মিলিয়ে দলের প্রস্তুতি নিয়ে আমি খুশি।"

AFC Cup: সমর্থকদের উপস্থিতি বড় সুবিধা মেনে নিলেও প্রথম ম্যাচে নামার আগে সাবধানী এটিকে মোহনবাগান কোচ

তবে ঘরের মাঠে খেলার সুবিধা এটিকে মোহনবাগান যে পাবে তা মেনে নিয়েছেন স্প্যানিশ বস। তিনি বলেছেন, "সমর্থকদের মাঠে থাকাটা অবশ্যই সুবিধা। তাঁদের সমর্থন প্রতিনিয়ত পাবে দল। তবে, খেলা মাঠের মধ্যে এগারো বনাম এগারোর হবে। আমাদের গ্রুপে তিন প্রতিপক্ষকেই আমরা শ্রদ্ধা করি কারণ প্রত্যেকেই তাদের দেশের সেরা দল। আমরা পরিশ্রম করে যাচ্ছি, যাতে ঘরের মাঠে ভাল পারফর্ম করতে পারি।"

এ দিন ঘুরে ফিরে সাংবাদিক সম্মেলনে উঠে আসে রয় কৃষ্ণ প্রসঙ্গ। এই বিষয়ে তিনি বলেন, "রয় দলের সঙ্গেই রয়েছে তবে, ওকে প্রথম একাদশে রাখা হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"

বুধবারের প্রতিপক্ষ গোকুলাম কেরল সম্পর্কে এটিকে মোহনবাগান কোচ বলেছেন, "পুরো মরসুমটা অসাধারণ কেটেছে গোকুলামের। গোটা লিগে পরাস্ত হয়েছে মাত্র একটি ম্যাচে। ওরা রক্ষণ, আক্রমণ, ওঠা-নামা সব দিক দিয়েই বেশ ভাল। ওরা জানে কী ভাবে জায়গা তৈরি করতে হয় এবং কখন কোন জায়গা দিয়ে আক্রমণে উঠতে হয়। নিজেদের খেলা নিয়ে স্পষ্ট পরিকল্পনা থাকে ওদের। ফলে আক্রমণে ওঠার ক্ষেত্রেও ওরা যথেষ্ট তৎপর।

নিজের দলের চোট আঘাত সম্পর্কিত বিষয়ে নিয়ে জুয়ান ফেরান্দো বলেন, "প্রত্যেকেই ভাল অবস্থায় রয়েছে। এই স্তরের ফুটবলে ছোটখাটো কয়েকটা ব্যাপারে সমস্যা থাকেই। তবে মোটের ওপর সবাই ঠিক আছে। সন্দেশ গত দু'সপ্তাহ ধরে আমাদের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। ওর উন্নতি নিয়ে আমি খুশি। দলের সঙ্গে অনুশীলন করছে, শারীরিক কসরৎ করছে। এটা ওর নিজের পক্ষে যেমন ভাল, তেমনই দলের পক্ষেও ভাল। দলের সবাই সুস্থ। শুধু সুসাইরাজ কুঁচকির চোটে ভুগছে। এ ছাড়া আর কোনও সমস্যা নেই। তবে ম্যাচ শুরুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।"

মিডিয়ার সেটে দেওয়া ফেভারিট তমকা খুলে হুয়ান ফেরান্দো বলেছেন, "সব দলকেই সমান সংখ্যক ম্যাচ খেলতে হবে, একই মাঠে, একই আবহাওয়ায় খেলতে হবে। আমাদের বাড়তি সুবিধা হল সমর্থকেরা আমাদের সামনে থাকবেন, যেটা অন্য দলগুলো পাবে না। বাকিটা সবার কাছেই সমান। তাই বাড়তি চাপ থাকবে বলে মনে হয় না।"

English summary
ATK Mohun Bagan will face Gokulam Kerala in AFC Cup 2022 group stage match. Here is the detail overview of the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X