For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

AFC Cup: পরবর্তী রাউন্ডের ছাড়পত্র জোগার করতে মাজিয়ার বিরুদ্ধে জিততেই হবে বাগানকে, প্রয়োজন গোকুলামের সাহায্যও

AFC Cup: পরবর্তী রাউন্ডের ছাড়পত্র জোগার করতে মাজিয়ার বিরুদ্ধে জিততেই হবে বাগানকে, প্রয়োজন গোকুলামের সাহায্যও

Google Oneindia Bengali News

জমে গিয়েছে এএফসি কাপ-এর গ্রপ 'ডি'। জোনাল সেমিফাইনালে একটি করে দল উঠবে গ্রুপ থেকে। সেই ক্ষেত্রে মঙ্গলবারই এটিকে মোহনবাগানের ভাগ্য নির্ধারণ হবে, ঠিক হয়ে যাবে চার দলের মধ্যে কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছবে। গ্রুপের চারটি দলেরই পয়েন্ট দুই ম্যাচে ৩। ফলে প্রতিটা দলের কাছেই সুযোগ রয়েছে পরবর্তী রাউন্ডের পৌঁছনোর।

AFC Cup: পরবর্তী রাউন্ডের ছাড়পত্র জোগার করতে মাজিয়ার বিরুদ্ধে জিততেই হবে বাগানকে, প্রয়োজন গোকুলামের সাহায্যও

এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে বড় সুযোগ রয়েছে এটিকে মোহনবাগানের। মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে এটিকে এমবি। তারা মলদ্বীপের দলটিকে হারিয়ে দিতে পারলে অনেকটাই ভাল জায়গায় থাকবেন। তবে, সেক্ষেত্রে গোকুলামকে পয়েন্ট নষ্ট করতে হবে বসুন্ধরা কিংস-এর বিরুদ্ধে। কারণ গোল পার্থক্য নয়, পরবর্তী রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে দেখা হবে মুখোমুখি লড়াইয়ে কোন দল কাকে হারিয়েছে। সেক্ষেত্রে গোকুলাম যদি হারিয়ে দেয় বসুন্ধরাকে সেখানে এটিকে মোহনবাগান জিতলেও ছিটকে যেতে হবে তাদের।

এটিকে মোহনবাগান এই দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মাজিয়ার সঙ্গে। প্রথম ম্যাচটি হবে বসুন্ধরা এবং গোকুলামের মধ্যে। গোকুলাম যদি জিতে যায় তা হলে দ্বিতীয় ম্যাচের কোনও গুরুত্বই থাকবে না। কিন্তু প্রথম ম্যাচ যদি ড্র হয় বা বসুন্ধরা জেতে তা হলে এটিকে মোহনবাগান- মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের ম্যাচের উপর নির্ভর করবে গ্রুপের ভাগ্য। ইতিমধ্যেই এই দু'টি ম্যাচ একই সময়ে আয়োজন করার পক্ষে সাওয়াল করেছেন বসুন্ধরা কোচ অস্কর ব্রুজোন। একই দাবি তুলেছেন মাজিয়ার কোচ মিওড্রাগ জেসিচ। তিনি বলেছেন, "মঙ্গলবার দু'টি ম্যাচই ভাল হবে। একই সময়ে ম্যাচ হলে আরও ভাল হতো। এটিকে মোহনবাগান শক্তিশালী দল। তবে মনে রাখবেন আমরাও প্রস্তুত।" পাশাপাশি গ্যালারি ভর্তি বাগান সমর্থক কি চাপে ফেলবে তাঁর দলকে? এই প্রশ্নের জবাবে সার্বিয়ার কোচ বলেন, " ফুটবলে সমর্থক তো থাকবেই, কিন্তু আমরা জয় ছাড়া কিছু ভাবছি না।"

অন্য দিকে, শেষ ম্যাচে বসুন্ধরাকে ৪-০ গোলে পরাজিত করে এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দোর শরীরী ভাষায় চনবনে ভাব ফিরে এসেছে, একই সঙ্গে আত্মবিশ্বাসও ধরা পড়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, "আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে আমরা মাজিয়ার মুখোমুখি হবো। আমার লক্ষ্য ৩ পয়েন্ট ঘরে তোলা, অতীতে নিয়ে ভাবতে রাজি নই। বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে ভাবছি। ফুটবল এমনই একটা খেলা, যেখানে পরিকল্পনা থেকে ছিটকে গেলে সেটাকে ফিরিয়ে আনা কঠিন। প্রথম ম্যাচে পরিকলনা অনুযায়ী দল খেলতে পারেনি, বসুন্ধরার ম্যাচে পরিকল্পনা কাজ করেছে।"

চোট রয়েছে এটিকে মোহনবাগানের মাঝমাঠের কাণ্ডারী হুগো বৌমসের। তাঁকে এই ম্যাচে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ফেরান্দো জানিয়েছেন, মঙ্গলবার সকালে সিদ্ধান্ত তিনি নেবেন স্প্যানিশ মিডিও'কে প্রথম একাদশে রাখবেন কি না।

English summary
Preview of the AFC Cup match of ATK Mohun Bagan against Maziya. ATKMB need to win this match to qualify and also Gokulam Need to lose points as well.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X