For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিমিয়ার লিগের ফুটবলারদের জার্সিতে হঠাৎ কেন লেখা 'ব্ল্যাক লাইভস ম্যারাটস'!

প্রিমিয়ার লিগে ফুটবলারদের জার্সিতে এবার 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' স্লোগান!

  • |
Google Oneindia Bengali News

প্রিমিয়ার লিগে ঢাকে কাঠি। করোনা আতঙ্ক কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। বুধবার জোড়া ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের প্রত্যাবর্তন। অ্যাস্টন ভিলা বনাম সেফিল্ড ইউনাইটেডের ম্যাচ। এরপর আর্সেনালের বিরুদ্ধে ম্যাচ খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। আর প্রিমিয়ার লিগের ম্যাচে এবার 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' স্লোগান নিয়ে অভিনব উদ্যোগ।

ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলন কী?

ব্ল্যাক লাইভস ম্যাটারস আন্দোলন কী?

মার্কিন যুক্তরাষ্ট্রে মে মাসের শেষ সপ্তাহে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ অভিযুক্তের হাঁটু দিয়ে শ্বাসরোধ করে খুনের ঘটনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' আন্দোলন শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে কালো মানুষদের অধিকারের এই লড়াই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পায়। বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবিদ থেকে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আন্দোলনে যুক্ত হন।

ফুটবলাদের জার্সিতে 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' স্লোগান

ফুটবলাদের জার্সিতে 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' স্লোগান

প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে স্থগিত লিগ শুরুর প্রথম ১২টি ম্যাচে ফুটবলারদের জার্সির পিছনে নামের পরিবর্তে 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' স্লোগান ও জার্সির সংখ্যা লেখা থাকবে।

হাঁটু গেড়ে বসাতে আপত্তি নেই প্রিমিয়ার লিগের

হাঁটু গেড়ে বসাতে আপত্তি নেই প্রিমিয়ার লিগের

প্রসঙ্গত কালো মানুষের অধিকার নিয়ে এই লড়াইকে সমর্থন করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলাররা হাঁটু গেড়ে বসে প্রতিবাদের পক্ষে সম্মতি জানিয়েছেন। প্রিমিয়ার লিগেও ফুটবলাররা চাইলে ম্যাচের আগে বা পরে হাঁটু গেড়ে বসে লড়াইকে সমর্থন জানাতে পারে বলে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে।

ব্ল্যাক লাইভ ম্যাটারস ব্যাচ

ব্ল্যাক লাইভ ম্যাটারস ব্যাচ

লিগের কুড়ি দলের সঙ্গে আলোচনা করে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে লিগের বাকি সব ম্যাচেই ফুটবলাররা জার্সিতে 'ব্ল্যাক লাইভস ম্যারাটস' ব্যাচ পড়ে খেলতে নামবেন।

ফুটবলে প্রথম প্রতিবাদ

ফুটবলে প্রথম প্রতিবাদ

প্রসঙ্গত জার্মানির বুন্দেসিলগার বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলার জ্যার্ডন স্যাঞ্চো প্রথম গোল করে টি-শার্টে ব্ল্যাক লাইভস ম্যটারস লেখা ক্যামেরার সামনে দেখিয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সরব হয়েছিলেন। এই কারণে মাঠের রেফারি তাঁকে হলুদ কার্ড দেখালেও ফিফা বর্ণবিদ্বেষের বিরুদ্ধে স্যাঞ্চোর এই আচরণকে পূর্ণ সমর্থন জানায়।

১০০ দিন পর ফিরছে প্রিমিয়ার লিগ, আজ কোন ম্যাচ, কখন দেখবে জেনে নিন১০০ দিন পর ফিরছে প্রিমিয়ার লিগ, আজ কোন ম্যাচ, কখন দেখবে জেনে নিন

English summary
Premier League resume: Footballers to wear 'Black Lives Matter' on back of shirts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X