প্রিমিয়ার লিগে নেমেই চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, শীর্ষে ইউনাইটেড, এগোল সিটি
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ডার্বি ড্র করে চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে আরও খানিকটা পিছিয়ে গেল লিভারপুল। অন্যদিকে আরও খানিকটা এগিয়ে গেল ম্যান ইউ। ওদিকে ক্রিস্টাল প্যালেসকে বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নশিপের লড়াই নিজেদের আরও প্রাসঙ্গিক করে ফেল ম্যাঞ্চেস্টার সিটি।

হাড্ডাহাড্ডি ডার্বি ড্র
প্রিমিয়ার লিগ ডার্বিতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল লিভারপুল। হাড্ডাহাড্ডি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অপরূপ দক্ষতায় আটকে দেয় চলতি মরসুমে দারুণ ছন্দে থাকা ম্যান ইউ। গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচ। ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

ম্যান সিটির বড় জয়
প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাচের ২৬ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে জন স্টোনসের বুট থেকে। ৫৬ মিনিটে ম্যান ইউ-এর হয়ে গোলের ব্যবধান বাড়ান ইকে গুনদোগান। ৬৮ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন স্টোনস। ৮৮ মিনিটে ম্যান সিটির হয়ে জয়সূচক গোলটি করেন রাহিম স্টারলিং।

লেস্টার সিটির জয়
প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে লেস্টার সিটি। জয়ী দলের হয়ে গোল দুটি করেছেন জেমস ম্যাডিসন ও হার্ভে বার্নেস। দিনের আরও এক ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পরকে।

লিগ তালিকায় অবস্থান
১৮ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৭ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যাঞ্চেস্টার সিটি। ১৮ ম্যাচ খেলে ৩৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে লেস্টার সিটি। চতুর্থ স্থানে অবস্থান করা লিভারপুল ১৮ ম্যাচ খেলে ৩৪ পয়েন্টে অবস্থান করছে।

পাকিস্তান দলে ফিরতে চেয়ে শর্ত আমিরের, সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনীর নতুন বাউন্সার!