For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯ জনের সাউদাম্পটনকে ৯ গোলের মালা পরিয়ে সর্বকালের রেকর্ড গড়ল ম্যান ইউ!

৯ জনের সাউদাম্পটনকে ৯ গোলের মালা পরিয়ে সর্বকালের রেকর্ড গড়ল ম্যান ইউ!

  • |
Google Oneindia Bengali News

৯ জনের সাউদাম্পটনকে ৯ গোলে হারিয়ে পয়েন্টে ম্যাঞ্চেস্টার সিটিকে ধরে ফেলল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একই সঙ্গে ঐতিহাসিক প্রিমিয়ার লিগের সর্বকালের রেকর্ড ভাঙল রেড ডেভিলসরা। দলের দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত ম্যান ইউ ফ্যানরা। খেলার পরিংসখ্যানে চোখ বুলিয়ে নিন।

ম্যান ইউ-এর বিরাট জয়

ম্যান ইউ-এর বিরাট জয়

প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সাউদাম্পটনকে ৯-০ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচের ২ ও ৮৬ মিনিটের মাথায় যথাক্রমে সাউদাম্পটনের অ্যালেক্স জাঙ্কেউইটজ এবং জান বেডনারেক লাল কার্ড দেখায় রেড ডেভিলসদের কাজ আরও সহজ হয়ে যায়।

আট জন গোলদাতা

আট জন গোলদাতা

সাউদাম্পটনকে ৯ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গোল দিয়েছেন দলের আট জন ফুটবলার। ১৮ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে অ্যারন ওয়ান-বিসাকার বুট থেকে। ২৫ মিনিটে দ্বিতীয় গোল করেন মার্কাস রাশফোর্ড। ৩৪ মিনিটে সাউদাম্পটনের জান বেডনারেকের আত্মঘাতী গোলে ম্যাচে ব্যবধান বাড়ায় ম্যান ইউ। ৩৯ মিনিটে গোল করেন এডিসন কাভানি। ৬৯ ও ৯০ মিনিটে ম্যান ইউ-এর জার্সিতে গোল করেন আন্টোনি মার্শিয়াল। ৭১ মিনিটে গোল করেন স্কট ম্যাকটোমিনে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্ডেজ। খেলা শেষ হওয়ার ঠিক আগের মুহুর্তে জয়ী দলের হয়ে নবম গোলটি করেন ড্যানিয়েল জেমস।

ফের রেকর্ড বুকে ম্যাঞ্চেস্টার

ফের রেকর্ড বুকে ম্যাঞ্চেস্টার

সাউদাম্পটনের বিরুদ্ধে দাপুটে জয়ের হাত ধরে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোলে জেতা (৯-০) দলগুলির ক্লাবে আরও একবার প্রবেশ করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ১৯৯৫ সালে একই টুর্নামেন্টে ইপ্সউইচের বিরুদ্ধে ৯-০ গোলের জয় হাসিল করেছিল ম্যান ইউ। ২০১৯ সালে লেস্টার সিটিকে ৯-০ গোলে হারিয়েছিল সাউদাম্পটন। হ্যাটট্রিক করেছিলেন দলের দুই জন ফুটবলার।

নতুন মাইলস্টোন

নতুন মাইলস্টোন

সাউদাম্পটনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের আট জন ফুটবলার গোল দিয়েছেন। টুর্নামেন্টের এক ম্যাচে একই দলের এত জন ফুটবলারের গোল করার নজির আর নেই।

পয়েন্ট তালিকায় অবস্থান

পয়েন্ট তালিকায় অবস্থান

সাউদাম্পটনকে হারিয়ে ২১ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট অর্জন করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় প্রিমিয়ার লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকতে হবে রেড ডেভিলসদের।

স্পিন, না পেস? কোন বিভাগকে শক্তিশালী করে চেন্নাইয়ে আক্রমণে ভারত?স্পিন, না পেস? কোন বিভাগকে শক্তিশালী করে চেন্নাইয়ে আক্রমণে ভারত?

English summary
Premier League : Manchester United breaks all time record by beating Southampton 9-0
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X