For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিমিয়ার লিগ : এবার ঘরের মাঠেই হার লিভারপুলের, ম্যান সিটির দুর্দান্ত জয়

প্রিমিয়ার লিগ : এবার ঘরের মাঠেই হার লিভারপুলের, ম্যান সিটির দুর্দান্ত জয়

  • |
Google Oneindia Bengali News

সময়টা ভাল যাচ্ছে না লিভারপুলের। এবার ঘরের মাঠেই নিচের সারির দলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে বসে রইল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে আরও একটা দুর্দান্ত জয়কে হাতিয়ার বানিয়ে প্রিমিয়ার লিগ তালিকায় ম্যাঞ্চেস্টার সিটির উত্থান অব্যাহত।

লিভারপুলের হার

লিভারপুলের হার

ঘরের মাঠ অ্যানফিল্ড এরিনাতে ব্রিঘটনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছিল লিভারপুল। ম্যাচে গোল দিতে পারেননি মহম্মদ সালাহ, সাদিও মানেরা। উল্টে এক গোলে হেরে মাঠ ছাড়তে হয় য়ুর্গ্যান ক্লপের দলকে। জয়ী দলের হয়ে ৫৬ মিনিটের মাথায় গোল দেন স্টিভেন আলজাটে।

ফের নামল লিভারপুল

ফের নামল লিভারপুল

এই হারের পর প্রিমিয়ার লিগ তালিকায় এক ধাপ নেমে গেল লিভারপুল। ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ম্যান সিটি ও এভারটনের জয়

ম্যান সিটি ও এভারটনের জয়

প্রিমিয়ার লিগের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির দাপটে উড়ে গেল বার্নলি। ২-০ গোলে ম্যাচ জেতে ম্যান সিটি। জয়ী দলের হয়ে তিন মিনিটের মাথায় প্রথম গোল করেন গ্যাব্রিয়াল জেসুস। ৩৮ মিনিটে দ্বিতীয় গোল করেন রাহিম স্টারলিং। অন্যদিকে হাড্ডাহাড্ডি ম্যাচে লিডস ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে এভারটন।

জায়গা ধরে রাখল ম্যান সিটি

জায়গা ধরে রাখল ম্যান সিটি

দুর্দান্ত জয় হাসিলের মাধ্যমে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থান ধরে রাখল ম্যাঞ্চেস্টার সিটি। ২১ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট অর্জন করেছে সিটি। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২২ ম্যাচ খেলে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে লেস্টার সিটি।

চেন্নাই টেস্টে কোন স্পিনারদের দুই দলের প্রথম একাদশে দেখছেন সৌরাশিস?চেন্নাই টেস্টে কোন স্পিনারদের দুই দলের প্রথম একাদশে দেখছেন সৌরাশিস?

English summary
Premier League : Liverpool lost to Brighton on the home ground
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X