For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিছিয়ে পড়েও জয় 'লিগ টপার' আর্সেনালের, সালাহের দাপট অ্যাস্টন ভিলার বিরুদ্ধে

পিছিয়ে পড়েও জয় লিগ টপার আর্সেনালের, সালাহের দাপটে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে দাপুটে জয় লিভারপুলের

Google Oneindia Bengali News

বিশ্বকাপ শেষ হয়েছে। ধীরে ধীরে বিশ্বের সমস্ত বড় ফুটবলাররা ফিরছেন ক্লাবে। বিশ্বকাপের জন্য বন্ধ থাকার পর সোমবার থেকে শুরু হল প্রিমিয়ার লিগ। সোমবার প্রিমিয়ার লিগে ম্যাচে মাঠে নেমেছিল লিভারপুল, আর্সেনাল, টটেনহ্যাম, লেস্টার সিটির মতো ক্লাবগুলি।

পিছিয়ে পড়েও জয় লিগ টপার আর্সেনালের, সালাহের দাপটে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে দাপুটে জয় লিভারপুলের

এই দিন পিছিয়ে পড়েও লিগ টপার আর্সেনাল ৩-১ গোলে পরাজিত করে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে। ম্যাচের ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন সেদ বেনরাহমা। জেরর্ড ব্রাউনকে বক্সের মধ্যে উইলিয়ামস সালিবা ফাউল করলে পেনাল্টি পায় ওয়েস্ট হ্যাম। সেখান থেকে গোল করে ইংল্যান্ডের দলকে এগিয়ে দেন বেনরাহমা।

এ দিন ৫ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যামের জালে বল জড়িয়েছিলেন এডওয়ার্ড কেইতা। কিন্তু সেই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। প্রথমার্ধে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে এই ম্যাচ থেকে সম্পূর্ণ তিন পয়েন্ট তুলে নেয় লিগ টপাররা। ৫৩ মিনিটে মার্টিন ওদেগার্ডের পাস থেকে বুকায়ো সাকা গোল করে সমতায় ফেরান আর্সেনালকে। ৫৬ মিনিটে সুইৎজারল্যান্ডের গ্র্যানিট শাকার পাস থেকে গ্যাব্রিয়াল মার্টিনেলি গোল করে এগিয়ে দেন আর্সেনালকে। ৬৯ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করে আর্সেনাল। কেইতা ৬৯ মিনিটে ওয়স্ট হ্যামের জালে আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি জড়িয়ে লিগ টপারদের নিশ্চিত করেন। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে আর্সেনাল।

দিনের অন্য খেলায় অ্যাস্টন ভিলার বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল লিভারপুল। এই ম্যাচে ভিলার হোম গ্রাউন্ডে ৩-১ ব্যবধানে জয় পায় লিভারপুল। ৫ মিনিটের মাথায় লেফট ব্যাক অ্যান্ড্রিউ রবার্টসনের পাস থেকে মহম্মদ সালাহের গোলে এগিয়ে যায় লিভারপুল। ৩৭ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন নেদারল্যান্ডসের ভিরজিল ভান জিক। মিশরের সালহের পাস থেকে ম্যাচের দ্বিতীয় গোলটি করে যান সেন্ট্রাল ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধের প্রমথ ১৫ মিনিটের মধ্যে অ্যাস্টন ভিলার হয়ে একটি গোল শোধ করেন ওলি ওয়াটকিনস। ডগলাস লুইজের পাস থেকে গোলটি তিনি করেন। ম্যাচের ৮১ মিনটে জর্ডান হ্যান্ডারসনের পরিবর্তে নামা স্টেফান বাজসেটিচ তৃতীয় গোলটি করেন লিভারপুলের হয়ে। লিভারপুল লিগ টেবিলে রয়েছে ষষ্ঠ স্থানে। দিনের অপর ম্যাচগুলিতে নিউক্যাসেল ইউনাইটেড ৩-০ গোলে পরাজিত করেছে লেস্টার সিটিকে। উলভারহ্যাম্পটন ২-১ ব্যবধানে হারিয়েছে এভারটনকে। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়েছে ফুলহাম। ব্রাইটন ৩-১ ব্যবধানে হারিয়েছে সাউদাম্পটনকে। টটেনহ্যাম এবং ব্রেন্টফোর্ডের ম্যাচ ২-২ ব্যবধানে ড্র হয়।

English summary
Premier league gets underway after brief gap for premier league.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X