For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া ফুলহ্যামের কোচ হতাশায় ভাষা হারালেন

প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া ফুলহ্যামের কোচ ভাষা হারালেন

  • |
Google Oneindia Bengali News

অতি গুরুত্বপূর্ণ ম্য়াচে বার্নলের কাছে হেরে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হল ফুলহ্যাম। অর্থাৎ আগামী মরসুমে দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ খেলে ফের বিশ্বের ঐতিহ্যবাহী ফুটবল লিগে যোগ্যতা অর্জনের চেষ্টা চালাতে হবে। এই পরিণতি অত্যন্ত অপমানজনক বলে মনে করেন ফুলহ্যামের কোচ স্কট পারকার। দলের ফুটবলারদের পারফরম্যান্স যে তাঁকে হতাশ করেছে, তাও জানাতে ভোলেননি স্কট।

শ্রীলঙ্কা সফরে থাকবেন না শাস্ত্রী, টিম ইন্ডিয়ার বি টিমের কোচ হবেন কে?শ্রীলঙ্কা সফরে থাকবেন না শাস্ত্রী, টিম ইন্ডিয়ার বি টিমের কোচ হবেন কে?

ফুলহ্যামের হার

ফুলহ্যামের হার

বার্নলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে মরিয়া ছিল ফুলহ্যাম। সেই মতো প্রথম থেকেই আক্রমণাত্মক রণনীতি আপন করেছিল ব্রিটিশ। বলের নিয়ন্ত্রণ থেকে গোলমুখী শটে অনেক এগিয়ে থেকেও কাজের কাজটি করতে পারেনি স্কট পারকারের দল। উল্টে ২টি গোল করে ফুলহ্যামের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় বার্নলে। জয়ী দলের হয়ে গোলগুলি করেন অ্যাশলে ওয়েস্টউড ও ক্রিস উড।

লিগ তালিকায় অবস্থান

লিগ তালিকায় অবস্থান

এই হারের পর ৩৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ২০ দলের প্রিমিয়ার লিগ তালিকার ১৮তম স্থানে অবস্থান করছে ফুলহ্যাম। এবার মাত্র পাঁচটি ম্যাচ জিততে পেরেছে স্কট পারকারের দল। ২৫টি গোল করতে পেরেছে অবনমিত দল। লিগ তালিকায় ফুলহ্যামের নিচে রয়েছে কেবল ওয়েস্ট ব্রুম (২৬ পয়েন্ট) ও শেফিল্ড ইউনাইটেড (১৭ পয়েন্ট)। অবনমনের আওতায় পড়েছে এই দুই দলও।

হতাশায় মুখ ঢেকেছেন স্কট

হতাশায় মুখ ঢেকেছেন স্কট

বার্নলের কাছে হেরে ফুলহ্যাম অবনমনের আওতায় চলে যেতেই মাথা নিচু করে মাঠ ছাড়েন কোচ স্কট পারকার। তিনি যে কতটা হতাশ, তা পরে ব্যাখ্যাও করেছেন। দলের ফুটবলারদের পারফরম্যান্স তাঁকে কতটা ব্যাথা দিয়েছে, তা বোঝানোর জন্য তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না বলেও জানিয়েছেন ফুলহ্যামের কোচ স্কট।

চ্যাম্পিয়ন হওয়ার মুখে ম্যান সিটি

চ্যাম্পিয়ন হওয়ার মুখে ম্যান সিটি

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ থাকা ম্যাঞ্চেস্টার সিটি খেতাব জয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। ৩৪ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩৫ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে চেলসি।

English summary
Premier League : Fulham coach is bitterly disappointed after team relegated to Championship
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X