প্রিমিয়ার লিগ ২০২০-২১ সূচি প্রকাশ, কবে থেকে লিগ শুরু জেনে নিন
করোনা সংকট কাটিয়ে মে মাস থেকে ফুটবল মাঠে বল গড়িয়েছে। বুন্দেশলিগা দিয়ে কোভিড পরবর্তী ফুটবল শুরুর পর একে একে প্রিমিয়ার লিগ, লা-লিগা , সিরি এ লিগে বল গড়ায়। ক্রমে লিগগুলি শেষও হয়েছে। রবিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। ইউরোপীয় ফুটবলে এই ম্যাচ দিয়েই গত মরসুম শেষ হতে চলেছে। সেই ম্যাচের আগেই এবার প্রিমিয়ার লিগের ২০২০-২১ মরসুম ঘোষণা করে দিল কর্তৃপক্ষ।

কবে থেকে শুরু প্রিমিয়ার লিগ
আগামী মরসুমে ১২ সেপ্টেম্বর থেকে প্রিমিয়ার লিগে ঢাকে কাঠি পড়তে চলেছে। কোভিড পরবর্তী পরিস্থিতি বিশ্বজুড়ে সর্বত্রই এখন ফাঁকা মাঠে খেলা হচ্ছে। সেক্ষেত্রে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা প্রিমিয়ার লিগের নতুন মরসুমও ফাঁকা মাঠেই হতে চলেছে।

প্রথম ম্যাচে মুখোমুখি কারা
প্রিমিয়ার লিগের ২০২০-২১ মরসুমের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি চলতি মরসুমের লিগ শিরোপাজয়ী লিভারপুল। অর্থাৎ এখন থেকে চার সপ্তাহ পরেই প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে।

লিগ শুরুর দিন আরও দুই ম্যাচ
১২ সেপ্টেম্বর লিভারপুল বনাম লিডস ইউনাইটেডের পাশাপাশি লিগ শুরুর দিনে, আরও দুটি ম্যাচ রয়েছে। আর্সেনালের বিরুদ্ধে ফুলহাম খেলবে ও টটেনহামের বিরুদ্ধে এভারটন খেলতে নামবে।

প্রথম সপ্তাহে ম্যাঞ্চেস্টারের ম্যাচ নেই
লিগের সূচি অনুয়ায়ী, প্রথম সপ্তাহে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও ম্যাঞ্চেস্টার সিটির ম্যাচ নেই। চার সপ্তাহ পরেই প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। বার্নলির প্রতিপক্ষ ছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আর ম্যান সিটির খেলার কথা ছিল অ্যাস্টন ভিলার সঙ্গে।

কেন প্রথম সপ্তাহে ম্যাঞ্চেস্টারের ম্যাচ নেই
কিন্তু সিটির চ্যাম্পিয়ন্স লিগ আর ইউনাইটেডের ইউরোপা লিগের ম্যাচ পর দুই দলকে পর্যাপ্ত বিশ্রাম দিতে দুইটি ম্যাচ আপাতত পিছিয়ে গিয়েছে। ইপিএল কর্তৃপক্ষ অবশ্য সেই ম্যাচগুলির তারিখ জানায়নি।
এই কারণে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দুবাই উড়ে যেতে পারছেন না হরভজন