For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জবরদস্ত তৈরি যুবভারতী , বিশ্বকাপ পেরোলেই বল গড়াবে আইএসএল, ডার্বিরও

বিশ্বকাপের প্রস্তুতি পর্ব কেমন এগোচ্ছে তা খতিয়ে দেখতে কলকাতায় প্রফুল্ল প্যাটেল, নবান্নতে সারলেন প্রশাসনিক বৈঠক

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

প্রথমবার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব, হক না অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ। রীতিমতো চাঙ্গা গোটা দেশ। এরইমধ্যে যুবভারতী পরিদর্শন করে গেলেন ফেডারেশন সচিব প্রফুল্ল প্যাটেল।

দারুণ তৈরি যুবভারতী

দারুণ তৈরি যুবভারতী

এই যুবভারতীতেই হবে বিশ্বকাপের ফাইনাল, তাই বাড়তি একটা গুরুদায়িত্ব তো আছেই। সব কিছু যাতে ঠিকভাবে হয় তার জন্য এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকও সারেন প্রফুল্ল প্যাটেল। ফিফার সোশ্যাল মাধ্যমে যুবভারতীর ছবি জায়গা করে নিয়েছে।

সরকারের পক্ষ থেকে আশ্বাস

সরকারের পক্ষ থেকে আশ্বাস

রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্বকাপ সফল করতে সবরকমের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। শুধু স্টেডিয়ামই নয় স্টেডিয়াম সংলগ্ন এলাকাতেই চলছে সৌন্দর্যায়নের কাজ ।

বিশ্বকাপ হয়ে গেলেই হবে অন্য ম্যাচও

বিশ্বকাপ হয়ে গেলেই হবে অন্য ম্যাচও

এদিন প্রশাসনিক বৈঠক সারার পর প্রফুল্ল প্যাটেল অবশ্য ভারতের দুই শতাব্দী প্রাচীন ক্লাবের হয়েও সওয়াল করেছেন। তিনি বলেছেন, 'মোহনবাগান - ইস্টবেঙ্গল দুই ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। আই লিগেরও ঐতিহ্য রয়েছে। ফলে এই দুই ক্লাবের যাতে স্বার্থরক্ষা হয় তার জন্য এএফসি, ফিফা দু'জনকেই অনুরোধ করা হয়েছে। নিশ্চিতভাবে ওঁদের স্বার্থ রক্ষা করা হবে। ' প্রফুল্ল প্যাটেলের এই কথা সূত্র ধরেই আরও একটা ইঙ্গিত পাওয়া গেছে, তা অনুযায়ি এ মরশুমে আই লিগের ডার্বি নিজের পুরোন ভ্যেনু যুবভারতীতেই ফিরছে। পাশাপাশি এটিকেও রবীন্দ্র সরোবর বদলে নিজের হোম ভ্যেনু যুবভারতীতেই ফিরে আসতে চলেছে।

 যুবভারতীর মাঠ থেকে সমস্ত এলাকা-র প্রস্তুতিতেই খুশি প্রফুল্ল প্যাটেল

যুবভারতীর মাঠ থেকে সমস্ত এলাকা-র প্রস্তুতিতেই খুশি প্রফুল্ল প্যাটেল

এদিকে যুবভারতী যেভাবে সেজে উঠছে তা দেখে দারুণ খুশি প্রফুল্ল প্যাটেল। এরপর ভারত অনুর্ধ্ব ২০ বিশ্বকার আয়োজনের জন্য দাবি জানাবে এমনটাই জানিয়েছেন এআইএফএফ প্রেসিডেন্ট।

মাঠ ছাড়া যুবভারতীর ভিতরের সমস্ত অংশই এখন ঝকঝকে

মাঠ ছাড়া যুবভারতীর ভিতরের সমস্ত অংশই এখন ঝকঝকে

যুবভারতী নিয়ে সব মহলই উচ্ছ্বসিত। আসলে বিশ্বের সামনে ভারতীয় ফুটবলকে একদম ঝকঝকে মোড়কে তুলে ধরতে আশাবাদী সকলে।

English summary
Prafulla Patel visited Yubabharati to inspect progress in work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X