For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পর্তুগালকে শেষ আটে পৌঁছে দিতে প্রস্তুত রোনাল্ডো, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষা পর্তুগিজ ডিফেন্সের

পর্তুগালকে শেষ আটে পৌঁছে দিতে প্রস্তুত রোনাল্ডো, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষা পর্তুগিজ ডিফেন্সের

Google Oneindia Bengali News

পর্তুগালকে কোয়ার্টর ফাইনালে তোলার লক্ষ্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সামনে অপেক্ষা করছে সুইৎজারল্যান্ডের কঠিন চ্যালেঞ্জ। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছিয়েছে পর্তুগাল। তবে গ্রুপের শেষ ম্যাচে তাদের পরাস্ত হতে হয়েছিল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। সেই অবিশ্বাস্য হার ভুলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগাল সুইৎজারল্যান্ড ম্যাচ থেকে জয় তুলে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী।

পর্তুগালকে শেষ আটে পৌঁছে দিতে প্রস্তুত রোনাল্ডো, সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কঠিন পরীক্ষা পর্তুগিজ ডিফেন্সের

এটাই সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। বিশ্বকাপ শুরুর আগে ২০২৪ ইউরো পর্যন্ত খেলার কথা জানালেও পরবর্তী ২০২৬ বিশ্বকাপে তাঁকে দেখা যাবে কি না সেই বিষয়ে কিছুই জানাননি পর্তুগিজ মহাতারকা। ফলে এটা তাঁর শেষ বিশ্বকাপ মনে করা হচ্ছে। শেষ বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিচ্ছেন রোনাল্ডো।

গ্রুপের প্রথম ম্যাচেই পেনাল্টি স্পট থেকে ঘানার বিরুদ্ধে গোল করেন রোনাল্ডো। তাঁর এই গোল নতুন পালক যুক্ত করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পালকে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়েন পর্তুগিজ অধিনায়ক। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে কী ভূমিকা হতে চলেছে রোনাল্ডোর সেটা দেখার হবে। যদিও পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস জানিয়েছেন, তিনি এই সব নিয়ে ভাবছেন না। তাঁর কথায়, "এই সব বিষয়ে আমি কিছুই পড়িনি। প্রতিটা ম্যাচের আগে তৈরি হওয়ার জন্য আমাদের কাছে তিন দিন করে সময় থাকছে এবং আমি অন্য কোনও ধরনের খবরে নজর দিচ্ছি না।"

স্যান্টোস জানিয়েছেন সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে লড়াই চলার মতো একটা ম্যাচ তিনি আশা করছেন। উয়েফা নেশনস লিগে পর্তুগাল এই সুইৎজারল্যান্ডকেই পরাজিত করেছিল ৪-০ গোলে জুন মাসে, কিন্তু ফিরতে ম্যাচে ১-০ গোলে সুইস বাহিনীর কাছে পরাজিত হতে হয়েছিল পর্তুগালকে। এই ম্যাচে যেমন নজর থাকবে রোনাল্ডোর দিকে, তেমনই নজর থাকবে পর্তুগিজ ডিফেন্সের দিকে। এই বিশ্বকাপে এখনও নির্ভরতা দিতে পারেনি পর্তুগালের ডিফেন্স। প্রতি ম্যাচেই তারা গোল হজম করছে নিয়মিত ভাবে। এই ম্যাচে পর্তুগিজ ডিফেন্স ঠিক মতো খেলতে না পারলে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে বড় সমস্যায় পড়তে হতে পারে রোনাল্ডোদের।

অন্য দিকে, আফ্রিকার একমাত্র প্রতিনিধি হিসেবে এই বিশ্বকাপে টিকে রয়েছে মরক্কো এবং একমাত্র আরবের দল যারা কাতারে রয়েছে। মরক্কো যদি স্পেনকে হারিয়ে দিতে পারে তা হলে ইতিহাসের পুনরাবৃত্তি করে চতুর্থ আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেবে তারা। আফ্রিকার দেশ হিসেবে ১৯৯০ সালে ক্যামেরুন, ২০০২ সালে সেনেগাল এবং ২০১০ সালে ঘানা বিশ্বকাপের শেষ আট পর্যন্ত গিয়েছিল। ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের হারাতে মারলে মরক্কোও সেই কৃতিত্ব অর্জন করবে।

ফুটবল সম্রাট পেলেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় উৎসর্গ করল ব্রাজিল, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু নেইমারদেরফুটবল সম্রাট পেলেকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জয় উৎসর্গ করল ব্রাজিল, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখা শুরু নেইমারদের

English summary
Portugal is all set to face Pre quater challenge against Switzerland
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X