For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন বিশ্বকাপে কি ২০১০-এর স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন ইনিয়েস্তা, দেখে নিন ইনিয়েস্তার পরিসংখ্যান

বিশ্ব ফুটবলের এক স্মরণীয় নাম আন্দ্রে ইনিয়েস্তা। ফুটবলের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে এই নাম। বার্সেলোনার জার্সিতে মাঠ কাপানোর পাশাপাশি দেশের জার্সিতেও একাধিক ট্রফি জিতেছেন স্পেনের এই তারকা মিডফিল্ডা

Google Oneindia Bengali News

বিশ্ব ফুটবলের এক স্মরণীয় নাম আন্দ্রে ইনিয়েস্তা। ফুটবলের ইতিহাসে স্বর্ণক্ষরে লেখা থাকবে এই নাম। বার্সেলোনার জার্সিতে মাঠ কাপানোর পাশাপাশি দেশের জার্সিতেও একাধিক ট্রফি জিতেছেন স্পেনের এই তারকা মিডফিল্ডার।

আসন্ন বিশ্বকাপে কি ২০১০-এর স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন ইনিয়েস্তা, এক ঝলকে দেখে নিন ইনিয়েস্তার পরিসংখ্য

স্পেনের জার্সিতে ইনিয়েস্তার সফর

স্পেনের জার্সিতে বরাবরই ইনিয়েস্তার পারফরম্যান্স অসাধারণ। স্পেনের জার্সিতে এখনও পর্যন্ত ১২৬টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। ১২৬ ম্যাচে তাঁর গোল সংখ্যা ১৩। ২০০৮ এবং ২০১২ ইউরো চ্যাম্পিয়ন স্পেন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০১০ বিশ্বকাপের ফাইনালে তাঁর একমাত্র গোলেই নেদারল্যান্ডসকে হারিয়েপ্রথমবারে জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। ওই বিশ্বকাপে মোট ২টি গোল করেন ইনিয়েস্তা।

আসন্ন বিশ্বকাপে কি ২০১০-এর স্মৃতি ফিরিয়ে আনতে পারবেন ইনিয়েস্তা, এক ঝলকে দেখে নিন ইনিয়েস্তার পরিসংখ্য

বার্সেলোনায় ইনিয়েস্তা

বিশ্বের প্রথম শ্রেনীর ক্লাব বার্সেলোনার সঙ্গো মোট ২২ বছর যুক্ত ছিলেন তিনি। কিন্তু বার্সেলোবনার সিনিয়ার দলে খেলেছেন ১৬ বছর। এই ১৬ বছরে বার্সার জার্সিতে ৬৭০টি ম্যাচ খেলেছেন এই মিডফিল্ডার। ৬৭০ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে গোল সংখ্যা ৫৭টি। ১৬ বছরের কেরিয়ারে মোট ৩২টি মেজর ট্রফি জিতেছেন তিনি। যার মধ্যে রয়েছে ন'টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ছ'টি কোপা দেল রে এবং সাতটি স্প্যানিশ সুপার কাপ। মরসুম শেষে ৩৩ বছরের এই তারকা বার্সাকে বিদায় জানিয়ে সই করেছেন জাপানের ক্লাব সেল্টা ভিগোতে।

English summary
andre iniesta is all set to play 2018 fifa world cup in spain’s jersey. It might be his last one. He will try all the way to make it memorable.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X