For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুটে তুলে রেখে সব্জি বিক্রি তরুণ ফুটবলারের, বিপর্যয়ে সাহায্যে হাত বাডি়য়ে দিল ফুটবলারদের সংগঠন

বুটে তুলে রেখে সব্জি বিক্রি তরুণ ফুটবলারের, বিপর্যয়ে সাহায্যে হাত বাডি়য়ে দিল ফুটবলারদের সংগঠন

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে একদিকে করোনা নিয়ে থর হরিকম্পি পরিস্থিতি, অন্যদিকে রাজ্য আম্ফানে বিপর্যয়। দুইয়ের ধাক্কায় ক্ষতির মুখে বাংলা। আম্ফান পরিস্থিতি সামলাতে এবার বঙ্গের তরুণ ফুটবলারের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রহিম নবি।

করোনার দোসর আম্ফানে বিপর্যস্ত বাংলা

করোনার দোসর আম্ফানে বিপর্যস্ত বাংলা

২০ মে পশ্চিমবঙ্গের উপর সুপার স্লাইক্লোন আম্ফান বয়ে গিয়েছিল। করোনার কাঁপছে থাকা অবস্থার মাঝে দোসর আম্ফানে রাজ্য ব্যাপক দুর্ভোগ হয়েছে। জেলায় জেলায় ঘরবাড়ি ভেঙে পড়ায় আশ্রয়হীন বহু পরিবার। সুব্রত কাপ খেলা বাগনানের পিপুল্যানের বাসিন্দা ১৬ বছরের তরুণ ফুটবলার নূর হোসেনের জীবনও ওলটপালট করে দিয়েছে আম্ফান।

সব্জি বিক্রি করে সংসারের হাল টানছেন তরুণ ফুটবলার

সব্জি বিক্রি করে সংসারের হাল টানছেন তরুণ ফুটবলার

আম্ফানের পর তাই ভালোবাসে ফুটবল ছেড়ে জীবনের লড়াই লড়তে হচ্ছে তাঁকে। প্রিয় বুটজোড়া তুলে রেখে সংসার চালাতে সব্জি বিক্রি হতে হচ্ছে নূরকে। সংসার টানতে সাইকেল করে এই পরিস্থিতিতে সব্জি বিক্রি করছেন ২০১৮ সালে অনূর্ধ্ব-১৫ আই লিগে নজর কাড়া তরুণ স্ট্রাইকার নূর হোসেন।

তরুণ ফুটবলারের পাশে নবি

তরুণ ফুটবলারের পাশে নবি

নার্সারি লিগের প্রস্তুতি নেওয়ার বদলে এখন করোনা ও আম্ফান দুর্যোগে পথে বসা পরিবারের হাল ধরেছেন নূর। দরিদ্র পরিবারের উঠতি ফুটবলারের কথা কানে যেতে তাঁর পাশে দাঁড়ালেন নবি। মঙ্গলবার ৩৮ ফুটবলারদের নিয়ে তৈরি সংগঠন প্লেয়ার্স ফর হিউম্যানিটি নূরের সাহায্যে এগিয়ে আসে।

প্লেয়ার্স ফর হিউম্যানিটির সাহায্য

প্লেয়ার্স ফর হিউম্যানিটির সাহায্য

তিন প্রধানে খেলা ময়দানের সিনিয়র ফুটবলার রহিম নবি নিজের নূরের সঙ্গে দেখা করে প্লেয়ার্স ফর হিউম্যানিটির পক্ষ থেকে বাড়ি মেরামতির জন্য প্রায় ৩৪ হাজার টাকা দেওয়া হয়। বাড়ি মেরামতির জন্য নবিদের সংস্থার তরফে প্রায় ৩৪ হাজার টাকা দেওয়া হয়। মাথার উপর ছাদের ব্যবস্থা হলেও অবশ্য পেটের টান পিছু ছাড়ছে না।

পদ্মশ্রীর জন্য দেশের কিংবদন্তি ফুটবলারের নাম প্রস্তাব এআইএফএফেরপদ্মশ্রীর জন্য দেশের কিংবদন্তি ফুটবলারের নাম প্রস্তাব এআইএফএফের

English summary
Player for humanity help young footballer during amphan crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X