For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেলে আর গোল যেন সমার্থক! ফুটবলের এমন কীর্তি যা আজও ধরাছোঁয়ার বাইরে

পেলে আর গোল যেন সমার্থক! ফুটবলের এমন কীর্তি যা আজও ধরাছোঁয়ার বাইরে

Google Oneindia Bengali News

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা নক্ষত্র পেলের কৃতিত্ব নিয়ে কখনও কোনও সংশয় নেই। কিন্তু এই একই কথা হয়তো বলা যায় না পেলের গোল সংখ্যার ক্ষেত্রে। কত বার পেলে জালে বল জড়িয়েছেন তা তর্কের বিষয় হয়ে উঠতেই পারে। অধিকাংশ পরিসংখ্যানবিদ মনে করেন সংখ্যাটা ১২৮১ থেকে ১২৮৩-এর মধ্যে।

পেলে আর গোল যেন সমার্থক! ফুটবলের এমন কীর্তি যা আজও ধরাছোঁয়ার বাইরে

ফিফা পেলের সর্বমোট গোল সংখ্যা বলেছে ১২০০-এর বেশি, যার মধ্যে ১০০০টির বেশি গোল তিনি করেছেন তাঁর প্রথম ক্লাব স্যান্টোসের জার্সিতে এবং বাকি গোলগুলি এসেছে স্যান্টোস এবং ব্রাজিলের জার্সিতে। কিন্তু তাঁর অধিকাংশ গোল নিয়েই এখনও প্রশ্ন রয়েছে বহু মানুষের মনে। বিশেষ করে সেগুলোর তুলনা যখন করা হয় আধুনিক ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে।

২০২০ সালে বার্সেলোনার হয়ে যখন ৬৪৪ নম্বর গোলটি করেন লিওনেল মেসি তা সেলিব্রেট করে স্প্যানিস ক্লাব। স্যান্টোসের হয়ে পেলের করা ৬৪৩ গোলের রেকর্ড মেসি টপকে নতুন মাইলস্টোন তৈরি করায় মেসির ৬৪৪ নম্বর গোলকে সেলিব্রেট করেছিল বার্সেলোনা। এর দুই মাস পর ৭৬৮ নম্বর গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যা পেলের গোলের থেকে তিনটি বেশি। এই দুই আধুনিক ফুটবলের মহানক্ষত্রকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন পেলে। যদিও সেই সময়ের ফুটবল সমর্থকেরা জানান, পেলে যে গোলগুলো করেছেন তার মূল্য অনেক বেশি কারণ এখনকার থেকে সেই সময়ের ফ্রেন্ডলি ম্যাচগুলি অনেক বেশি প্রতিদ্বন্দ্বীতামূলক ছিল এবং কঠিন ছিল।

১৯৫০ সালের শেষের কিছু আগে থেকে ইউরোপ ট্যুর শুরু করে স্যান্টোস এবং ইউরোপ ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্যুর করতো ব্রাজিলের এই ক্লাবটি। এই ট্যুরগুলির কারণ ছিল বিদেশি ক্লাবগুলি পেলে এবং তাঁর সতীর্থদের কাছ থেকে খেলতে দেখার জন্য টাকা দেবে স্যান্টোসকে। এক একটা সময়ে এই ট্যুরগুলি অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠত ফুটবলারদের জন্য। দুই দিনে তিনটি ম্যাচ খেলতে হতো স্যান্টোসকে। ট্রেনিংয়ের জন্য কোনও সময় থাকত না। ফল আর চকলেট খেয়েই চালাতে হতো। ইউরোপ তথা বিশ্বের প্রয়া সব বড় ক্লাবের বিরুদ্ধেই গোল করেছেন পেলে। এসি মিলান, জুভেন্তাস, নেপোলি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ফেয়েনোর্ড, রেড স্টার বেলগ্রাড, অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলোর বিরুদ্ধে গোল রয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ নক্ষত্রের।

ইন্টার মিলানের বিরুদ্ধে ৭ ম্যাচে ৮ গোল করেছিলেন পেলে। এএস রোমার বিরুদ্ধে ৫ ম্যাচে করেছিলেন ৬ গোল, বেনফিকার বিরুদ্ধে ৭ ম্যাচে করেছিলেন ১০ গোল। স্যান্টোসের ঐতিহাসিক ওডির কুনহা রয়টার্সকে বলেছেন, "রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো ক্লাবের মুখোমুখি হওয়ার জন্য আপনার সেই দাপট থাকতে হবে। পেলের বিশ্বের অনেক বড় দলের বিরুদ্ধে খেলেছেন এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই প্রায় গোল করেছেন তিনি।"

পেলে-মারাদোনার মধ্যে কে সেরা? কী বলেছিলেন ফুটবল রাজপুত্র দিয়েগোপেলে-মারাদোনার মধ্যে কে সেরা? কী বলেছিলেন ফুটবল রাজপুত্র দিয়েগো

English summary
Pele and his marvelous goal scoring record which is still intact and unbreakable
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X