For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লেস্টারের এফএ কাপ জয়ে গর্বিত বাঙালি, প্যালেস্তাইনেরও প্রশংসা পেলেন হামজা

Google Oneindia Bengali News

চেলসিকে হারিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে লেস্টার সিটি। লেস্টারের এই সাফল্যে গর্বিত বাংলাদেশ। কেন না, বাংলাদেশের সঙ্গে নাড়ির যোগ থাকা হামজা চৌধুরী যে এই লেস্টার সিটিরই ফুটবলার। মিডফিল্ডারের হাতে ট্রফি দেখে তাই উচ্ছ্বসিত সিলেট, গোটা বাংলাদেশ। এমনকী ম্যাচের শেষে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে যে বার্তা হামজা দিয়েছেন তাতে তাঁর ভূমিকায় উচ্ছ্বসিত প্যালেস্তাইন সরকারও।

ছবি- ইনস্টাগ্রাম

লেস্টারে হামজা

লেস্টারে হামজা

লেস্টার সিটি আকাদেমির ছাত্র হামজা দেওয়ান চৌধুরী। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মরশুমে লোনে বার্টন অ্যালবিয়নের হয়ে লিগ ওয়ান এবং চ্যাম্পিয়নশিপে খেলেন। লেস্টারের হয়ে তাঁর প্রিমিয়ার লিগ অভিষেক ২০১৭-১৮ মরশুমে। প্রথম বছর প্রিমিয়ার লিগে আটটি ও ইএফএল কাপে একটি ম্যাচ খেলেন। পরের মরশুমে প্রিমিয়ার লিগে ৯টি, এফএ কাপে একটি ও ইএফএল কাপে দুটি ম্যাচে খেলার সুযোগ পান। ২০১৯-২০ মরশুমে প্রিমিয়ার লিগে ২০টি ম্যাচ খেলেন একটি গোলও করেন। এফএ কাপে চারটি ও ইএফএল কাপে পাঁচটি ম্যাচ খেলেন। চলতি মরশুমে লেস্টারের হয়ে প্রিমিয়ার লিগে খেলেছেন দশটি ম্যাচ, এফএ কাপে তিনটি, ইএফএল কাপে একটি ম্যাচ খেলেন। গত বছরেই বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে প্রথম ইউরোপীয় টুর্নামেন্টে অংশ নিয়ে আটটি ম্যাচ খেলেছেন, একটি গোলও করেছেন। ২০১৯ সালে লেস্টারের সঙ্গে তাঁর চার বছরের চুক্তি হয়। ১১ এপ্রিল কোভিড প্রোটোকল ভেঙে ওয়েস্ট হ্যাম উইনাইটেড ম্যাচের দল থেকে বাদ পড়েন।

এফএ কাপ ফাইনালে

এফএ কাপ ফাইনালে

গতকালের এফএ কাপ ফাইনালে ৮২ মিনিটে পরিবর্ত হিসেবে নামেন হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত কোনও ফুটবলার এই প্রথম এফএ কাপ জয়ের স্বাদ পেলেন। ২৩ বছরের হামজার জন্য তাই গর্বিত বাংলাদেশ। লাফবরোয় জন্ম হামজার। বাংলাদেশ ও গ্রেনাডার হয়ে খেলার সুযোগ থাকলেও হামজা ইংল্যান্ডেই নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৮-১৯ মরশুমে ইংল্যান্ডের অনূর্ধ্ব ২১ দলেও খেলেছেন। তিনি ২০১৯ সালের অক্টোবরেই বলেছিলেন, ইংল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন। সিনিয়র দলেও সুযোগ পেতে চাই।

বাংলাদেশ যোগ

বাংলাদেশ যোগ

হামজার বাবা ক্যারিবীয়, গ্রেনাডার বাসিন্দা। মা বাংলাদেশের। হামজার মামাবাড়ি সিলেট বিভাগের হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট গ্রামে। হামজা বড় হয়েছেন সৎ বাবার কাছে, তাঁরও আদি বাড়ি হবিগঞ্জেই দেওয়ানবাড়িতে। ইংল্যান্ডে জন্ম হলেও ছোটোবেলায় বাংলাদেশে গিয়েছেন হামজা। ২৩ বছরের হামজা বাংলা বলতে পারেন, তবে সিলেটিতে। বায়োলজিক্যাল ফাদার গ্রেনাডার হওয়ায় হামজার সামনে গ্রেনাডার জাতীয় দলের হয়ে খেলার সুযোগও ছিল।

হামজা ও বিতর্ক

হামজা ও বিতর্ক

বান্ধবী অলিভিয়া ফাউন্টেনের সঙ্গে ২০১৬ সালে আলাপের পর থেকে তাঁরা অ্যাইলস্টোনে একসঙ্গে থাকতে শুরু করেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হওয়া হামজা বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন তাঁর এক টুইটকে কেন্দ্র করে। আপত্তিকর বক্তব্য লেখার জন্য হামজাকে ক্ষমাও চাইতে হয়। এফএ তাঁকে শৃঙ্খলাভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করে বড় অঙ্কের জরিমানাও ধার্য করেছিল।

প্রশংসিত হামজা

প্রশংসিত হামজা

লেস্টার এফএ কাপ জয়ের স্বাদ পেতেই খবরের শিরোনামে চলে এসেছেন হামজা। ফাইনালের পর প্যালেস্তাইনের প্রতি সমর্থন জানাতে হামজা সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে হাতে তুলে নেন প্যালেস্তাইনের পতাকা। মাঠে সেই দৃশ্য দেখে অভিভূত প্যালেস্তাইনের রাষ্ট্রদূত সরকার ও প্যালেস্তাইনের নাগরিকদের হয়ে তাঁদের সমর্থন জানান। মুক্ত প্যালেস্তাইনের দাবির পক্ষে জোরালো সওয়াল করে হামজাদের ভূমিকার প্রশংসা করেছেন লেস্টারের এমপি ক্লদিয়া ওয়েব।

English summary
Bangladeshi-Grenadian Hamza Choudhury Makes Bangladesh Proud With FA Cup Win For Leicester City. Palestine Thanked Hamza Choudhury And Fofana Of Leicester City For Using FA Cup triumph To Show Solidarity.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X