For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর্জেন্টিনায় জনপ্লাবন, মৃত এক, কোমায় পাঁচ বছরের এক বাচ্চা, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন

আর্জেন্টিনায় জনপ্লাবন, মৃত এক, কোমায় পাঁচ বছরের এক বাচ্চা, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন

Google Oneindia Bengali News

আর্জেন্টিনা দেশটা পরিণত হয়েছে জনজোয়ারে। রাস্তাঘাটের দখল নিয়েছে মানুষ। দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দলটি। দীর্ঘ প্রতীক্ষা, বছরের পর বছর চোখের জল ফেলা ছাড়া আর কিছু করার ছিল না দুই বারে বিশ্বকাপ জয়ীদের। ফাইনালে একাধিক বার উঠেও বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা-দু'টোই হাতছাড়া থেকে যেত।

আর্জেন্টিনায় জনপ্লাবন, মৃত এক, কোমায় পাঁচ বছরের এক বাচ্চা, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন

বিগত দেড় বছরে বদলে গিয়েছে পুরো চিত্রটা। শেষ ১৮ মাসে আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা, ফাইনালেসিমা, এ বার কাতারে অপেক্ষা ছিল বিশ্বকাপ জয়ে। এই মহার্ঘ্য খেতাব বহু দিন অধরা থেকে গিয়েছিল। অবশেষে ফুটবল যুবরাজ সেই আশাও পূর্ণ করেছেন। ফলে আর্জেন্টিনার ফুটবল পাগল মানুষের আনন্দের ঠিক ঠিকানা থাকবে না তা জানাই ছিল। তবে, এই বিজয় উৎসবের মধ্যেও বেশ কিছু খারাপ খবর ভেসে আসছে সুদূর লাতিন আমেরিকা থেকে।

জানা যাচ্ছে ৪০ লক্ষ্য মানুষ রাস্তায় নেমে এসেছে আর্জেন্টিনা দলকে বরণ করতে এবং বিশ্ব জয় সেলিব্রেট করার জন্য। এই জনসমুদ্রকে সামলাতে হিমশিম খেলে হয়েছে সেই দেশের প্রশাসনকে। পুলিশ ব্যপক চেষ্টা চালিয়েও সব জায়গায় নিয়ন্ত্রণ আনতে পারেননি। উত্তেজিত জনতা পুলিশের সঙ্গেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে পুলিশের যেমন কিছু অফিসার আহত হয়েছে তেমন আহত হয়েছে বেশ কিছু সমর্থক। জানা গিয়েছে এই উৎসবে অংশ নেওয়া এক ব্যক্তি মারা গিয়েছেন। কী ভাবে তিনি প্রাণ হারিয়েছে তা জানা যায়নি। এ ছাড়া ৫ বছরের একটি ছেলে।

টিম বাস উঠে ফুটবলারদের জড়়িয়ে ধরার জন্য উন্মত্ত হয়ে ওঠেন সমর্থকেরা। বেশ কিছু সমর্থক ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন টিম বাসের উপর, যেখানে এক জন টিম বাসের মধ্যে পড়লেও দু-এক জন বাসে ধাক্কা খেয়ে সরাসরি রাস্তায় পড়েছেন। একটি ফুটেডে দেখা যাচ্ছে ডবল ডেকার বাসের ছাদে লাফাতে গিয়ে তা মিস করেন এক সমর্থক এবং তিনি ২০ ফুট উপর থেকে মাটিতে পড়েন। দিয়েগো মারাদোনার ঐতিহাসিক ১৯৮৬ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির হাত ধরে আবার বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা।

ফাইনাল ম্যাচে ১২০ মিনিট শেষে খেলার ফল ছিল ৩-৩। লিওনেল মেসি দু'টি গোল করে, একটি গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপে। টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। ফ্রান্সের কিংসে কোম্যানের শট দারুণ ভাবে বাঁচান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরাসি দলের একটি শট বাইরে যায়। ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন হতে না পারলেও লিওনেল মেসি অবশেষে বিশ্বকাপ জিতলেন।

'হল অফ ফেম'-এ পায়ের ছাপ রাখার জন্য আইকনিক মারাকানায় আমন্ত্রণ জানানো হল বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে'হল অফ ফেম'-এ পায়ের ছাপ রাখার জন্য আইকনিক মারাকানায় আমন্ত্রণ জানানো হল বিশ্বকাপ জয়ী লিওনেল মেসিকে

English summary
One died and a 5 year old boy is in coma during the celebration following chaos in Argentina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X