For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোল খেয়েই ঝড় তুলল ওড়িশা, ১-৩ গোলে পিছিয়ে খাদের কিনারায় এসসি ইস্টবেঙ্গল

গোল খেয়েই ঝড় তুলল ওড়িশা, ১-৩ গোলে পিছিয়ে খাদের কিনারায় এসসি ইস্টবেঙ্গল

  • |
Google Oneindia Bengali News

শুরুটা মন্দ হয়নি ইস্টবেঙ্গলের। কিন্তু এগিয়ে গিয়েও ওড়িশা এফসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। ওড়িশা ঝড় তুলে ইস্টবেঙ্গলের বিরদ্ধে প্রথমার্ধেই ৩-১ গোলের লিড নিয়ে নেয়। এই ম্যাচে হারের মুখে পড়ে একেবারে খাদের কিনারায় পৌঁছে গেল কলকাতার অন্যতম বড় ক্লাব ইস্টবেঙ্গল।

গোল খেয়েই ঝড় তুলল ওড়িশা, ১-৩ গোলে পিছিয়ে খাদের কিনারায় এসি ইস্টবেঙ্গল

প্রথম ম্যাচে ড্র আর দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি হেরে তৃতীয় মেযাচত খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ছিল ওড়িশা। ওড়িশার বিরুদ্ধে শুরু থেকেই পজিটিভ ফুটবলই খেলতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। ১৩ মিনিটের মাথায় গোল তুলে নিতে সমর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। ড্যারেন সিডোল পেনাল্টি বক্সের মাথা থেকে চমৎকার শটে ওড়িশার গোলে বল জড়িয়ে দেন।

'সকাল' দেখে মনে হচ্ছিল ইস্টবেঙ্গলের এদিনটা ভালোই যাবে। কিন্তু গোল খেয়ে খোঁচা খাওয়া বাঘরে মতো ঝাঁপিয়ে পড়ে ওড়িশা এফসি। একের পর এক আক্রমণ শানাতে থাকে। একের পর আক্রমণের ঢেউ আছড়ে পড়তে থাকে ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে। তেমনই এক আক্রমণ থেকে হেক্টর রোডাস গোল করে ম্যাচে সমতা ফেরান ৩৩ মিনিটে।

এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স। ৪০ মিনিটে ফের গোল করেন হেক্টর রোডাস। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ২-১ গোলে এগিয়ে যায় ওড়িশা। প্রথমার্ধে খেলা শেষের ঠিক আগে ৪৫ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের জালে ফের বল জড়িয়ে দেন জাভি হার্নান্ডেজ। প্রথমার্ধেই ১-৩ গোলে পিছিয়ে পড়ে খাদের কিনারা দাঁড়িয়ে যায় লাল-হলুদ শিবির। এখন দেখার দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল খেলায় ফিরতে পারে কি না।

এবার নতুন দল গড়েও ইস্টবেঙ্গল সুদিন ফেরাতে পারল না আইএসএলে। প্রথম তিন ম্যাচেই ইস্টবেঙ্গল পয়েন্ট নষ্ট করতে চলেছে। পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গলের স্থান ১০ নম্বরে। ১১ দলের তালিকায় ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে জামশেদপুরের বিপক্ষে এক মাত্র পয়েন্ট সংগ্রহ করে। ওড়িশা তাদের দ্বিতীয় ম্যাচেও জয়ের পথে এগিয়ে চলেছে। ওড়িশা প্রথম ম্যাচে শক্তিশালী ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩-১ গোল ম্যাচ জেতে। এই ম্যাচ পিছিয়ে পড়ে পাল্টা ঝটকা দেয় ওড়িশা।

এদিনের ম্যাচে বল পজেশনে ওড়িশা এগিয়ে ছিল। গোল লক্ষ্য করে শটেও এগিয়ে তারা। ইস্টবেঙ্গল যেখানে গোল লক্ষ্য করে শট করে ৫টি তার মধ্যে একটি তেকাঠিতে ছিল। আর ওড়িশা গোল লক্ষ্য করে শট করেছিল সাতটি। তার মধ্যে তিনটি তেকাঠির মধ্যে ছিল। সেইমতোই ৩-১ গোলে প্রথমার্ধে এগিয়ে রয়েছে ওড়িশা। এই ম্যাচ জিতলে ওড়িশা মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। ২ ম্যাচ পর মোহনবাগান চেন্নাইয়ের সঙ্গে ওড়িশরা পয়েন্টও হবে ৬।

English summary
Odisha FC ahead 3-1 goal against SC East Bengal in Indian Super league 2021-22
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X