For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলার নয়, প্রয়োজনে তিনি এজেন্টও,মেসি সম্পর্কে চাঞ্চল্যকর স্বীকারোক্তি বার্সা সতীর্থর

বার্সেলোনার জার্সি গায়ে মেসির পারফরম্যান্স নিয়ে কথা হবে না। পরিসংখ্যানই বলে দেয় আর্জেন্তাইন তারকা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মাঠে খেলেন গোল করেন দলকে জেতান মেসি । সে তো সবাই জানে। কিন্তু বিপক্ষের প্লেয়ারকে নিজের দলের জন্য তুলে আনার জন্য কখনও তিনি প্রায় এজেন্টের জার্সিও পড়ে নেন। মানে বুঝলেন না এজেন্টদের যা কাজ হয়, কোনও প্লেয়ারকে বুঝিয়ে সুঝিয়ে কোনও ক্লাবে সই করানো। মেসি বার্সা-র এতটাই ঘরের ছেলে যে তিনি এই কাজটাও দায়িত্ব নিয়ে করেন।

'ফুটবলার নয়, প্রয়োজনে বার্সার এজেন্টও' মেসি

সম্প্রতি পাউলিনহো -র মারাত্মক বক্তব্যে এই বিষযটা সামনে এসেছে। সেসময় আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচ চলছিল। আর তারমধ্যেই নাকি বিপক্ষের প্লেয়ারকে নিজের দলে যোগ দেওয়ার কথা বোঝাচ্ছিলেন লিওনেল মেসি। এই মুহূর্তে বার্সেলোনা মাঝমাঠের হৃদপিন্ড তিনি। নিজের নামের পাশে ইতিমধ্যেই লা লিগায় তিনটি গোলও লিখে ফেলেছেন নিজের নামের পাশে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই ফুটবলারকে বার্সায় তুলে আনতে কসুর করেননি মেসি। এমনকি দু'দেশ যখন মাঠের লড়াইতে নেমেছে, সে সময়েও তিনি ক্লাবের স্বার্থরক্ষার কথা ভেবে পাউলিনহোকে বোঝান বার্সায় যোগ দেওয়ার কথা। মেসিকে এই কাজে অবশ্য তখনকার আরেক বার্সা ফুটবলার সাহায্য করেছিলেন তিনি পাউলিনহোর স্বদেশীয় নেইমার।

সেই দিনটার কথা মনে করে পাউলিনহো বলেছেন, 'সে সময় অস্ট্রেলিয়ার মাটিতে ব্রাজিল ও আর্জেন্টিনা-র প্রীতি ম্যাচ চলছিল। আমার একটা ফ্রিকিক নেওয়ার কথা ছিল। আমি আর উইলিয়ান পাশাপাশি দাঁড়িয়ে ছিলাম।'

এরপর তিনি আরও বলেছেন, 'উইলিয়ান শট নিতে গেল, সেসময় মেসি আমার কানে এসে বলল বার্সেলোনাতে এসো। '

পাউলিনহোর সাফ স্বীকারোক্তি বিশ্বের সেরা ফুটবলারের থেকে এই প্রস্তাব পেয়ে তিনি অভিভূত হয়ে যান। মেসিকে তিনিও মাঠেই উত্তর দেন, 'তুমি যদি আমায় নিয়ে যেতে চাও তাহলে নিশ্চয় যাব। '

English summary
Not only on field but off field also Messi helps Barcelona, says barca player Paulinho
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X