For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্সেলোনা -য় আজব নিয়ম, মেসির জন্য বাড়ানো যাচ্ছে না বার্সা বিমানবন্দর

বার্সেলোনায় লিওনেল মেসির বাড়ির ওপর দিয়ে কেউ বিমান ওড়াতে পারেনা দাবি এক এয়ারলাইন্স সংস্থার প্রেসিডেন্টের। যার জেরে বার্সেলোনা বিমানবন্দর টার্মিনাল বাড়াতে পারছে না। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

মেসির বাড়ি মধ্যে পড়ে যাওয়ায় বিপাকে পড়েছে স্প্যানিশ বিমান সংস্থা। স্প্যানিশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে বার্সেলোনা বিমানবন্দর আরও একটা টার্মিনাল যোগ করতে পারছে না কারণ মেসি-র বাড়ির ওপর দিয়ে বিমান ওড়ার অনুমতি নেই।

বার্সেলোনা -য় আজব নিয়ম, মেসির জন্য বাড়ানো যাচ্ছে না বার্সা বিমানবন্দর

একটি ছোট বিমান সংস্থার প্রেসিডেন্টের দাবি লিওনেল মেসির বাড়ির ওপর দিয়ে বিমান ওড়ার অনুমতি নেই। আর জেরেই বার্সেলোনা বিমানবন্দর অসুবিধার সম্মুখীন হচ্ছে। জ্যাভিয়ের স্যানচেজ প্রেইতো জানিয়েছেন একটি নতুন টার্মিনাল যোগ করা যাচ্ছে না কারণ যেখানে মেসির বাড়ি তাহলে সেখান দিয়ে বিমান যেতে হবে।

বার্সেলোনা -য় আজব নিয়ম, মেসির জন্য বাড়ানো যাচ্ছে না বার্সা বিমানবন্দর

স্যানচেজ আরও দাবি করেছেন বিমানবন্দরের রানওয়ে সীমাবদ্ধ, তাও কিছুতেই মেসির বাড়ির ওপর দিয়ে যাওয়া যাবে না। সারা পৃথিবীতে কোথাও এরকম হয় না।

বার্সেলোনার নিকটস্থ গাভা এলাকায় থাকেন মেসি। যেটা বিমান বন্দর থেকে ১০ কিলোমিটারের মধ্যে। গাভায় পরিবেশগত একটা বাধা রয়েছে। যার জন্য এই জায়গার ওপর দিয়ে প্লেন যেতে পারে না। মেসির বাড়ির কাছাকাছিই থাকেন লুই সুয়ারেজ ও ফিলিপ কুটিনোহ।

যদি আপনার ব্যাক্তিগত প্লেন থাকে তাহলে ভুলেও মেসির বাড়ির ওপর দিয়ে প্লেন উড়িয়ে যাবেন না।

English summary
No one can fly over Lionel Messi's Barcelona house claims an airlines president. So Barcelona airport is not being able to add one more terminal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X