বার্সায় ফিরছেন নেইমার? আসল সত্যিটা কী? বার্সা প্রেসিডেন্টই বা কী বলছেন
নতুন নয়, পুরনো ঠিকানায় ফিরতে চান নেইমার! ফুটবল মহলে জোর গুঞ্জন, পিএসজি'র সঙ্গে সম্পর্ক চুকিয়ে পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে চান ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। তবে সত্যিই কী ক্লাব বদলাচ্ছেন নেইমার?

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ জল্পনায় জল ঢেলে দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্সা প্রেসিডেন্ট বলেন, 'ঘনিষ্ঠ মহলে নেইমার ফের বার্সেলোনায় খেলতে চাওয়ার ইচ্ছাপ্রকাশ করছে বলে শুনেছি। তবে এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। আমরা যে রোডম্যাপে পরের মরশুম শুরু করতে চাইছি, তাতে নেইমারকে আমাদের দলে সুযোগ দেওয়ার জায়গা নেই। বরং ফরাসী তারকা গ্রিজম্যানের জন্য আমরা ঝাঁপাব।' সেই সঙ্গে ক্লাব প্রেডিসেন্ট বলেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন নেইমারকে ছাড়তে নারাজ।
অন্যদিকে ফুটবলবিশ্বের অন্য একটি মহল মনে করছে, বার্সায় না ফিরলে সেক্ষেত্রে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদে খেলতে দেখা যেতে পারে নেইমারকে। রোনাল্ডো তুরিনের ক্লাব জুভেন্তাসের যাওয়ার পর স্ট্রাইকারের অভাবে ভুগছে রিয়াল। সেক্ষেত্রে মাদ্রিদের ক্লাবে ক্রিশ্চিয়ানোর জুতোয় পা গলাতে দেখা যেতে পারে তাঁকে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">If you could only choose one of the players for your team. Which one would you go sign ???<br>—<br>Comment below : neymar or griezmann<br>__<a href="https://twitter.com/hashtag/11xfootball?src=hash&ref_src=twsrc%5Etfw">#11xfootball</a> <a href="https://twitter.com/hashtag/neymar?src=hash&ref_src=twsrc%5Etfw">#neymar</a> <a href="https://twitter.com/hashtag/griezmann?src=hash&ref_src=twsrc%5Etfw">#griezmann</a> <a href="https://twitter.com/hashtag/barcelonafc?src=hash&ref_src=twsrc%5Etfw">#barcelonafc</a> <a href="https://twitter.com/hashtag/AtleticoMadrid?src=hash&ref_src=twsrc%5Etfw">#AtleticoMadrid</a> <a href="https://t.co/lBKR8LW2Z9">pic.twitter.com/lBKR8LW2Z9</a></p>— LEE TUCK | 11X Football | Soccer (@LEE__TUCK) <a href="https://twitter.com/LEE__TUCK/status/1147368463830323200?ref_src=twsrc%5Etfw">July 6, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে পরের মরশুমে বার্সা জার্সিতে মেসির পাশে অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার আঁতোয়া গ্রিজম্যানকে খেলতে দেখা যেতে পারে। জোসেফ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, গ্রিজম্যানকে সই করানো নিয়ে কথাবার্তা চলছে।