For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসি-রোনাল্ডোর পর এবার করোনা মোকাবিলার জন্যে বড় অর্থ দান নেইমারের

মেসি-রোনাল্ডোর পর এবার করোনা মোকাবিলার জন্যে বড় অর্থ দান নেইমারের

  • |
Google Oneindia Bengali News

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আগেই হাত উজার করেছেন ফুটবল দুনিয়া দুই স্টার, রোনাল্ডো-মেসি। এবার ভাইরাস মোকাবিলার জন্য বিশাল অর্থ দান করলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার।

নেইমারে বিপুল অর্থ দান

নেইমারে বিপুল অর্থ দান

এক্ষেত্রে নেইমার নিজে অবশ্য অর্থ দানের অঙ্কটি প্রকাশ্যে আনতে চাননি। তবে ব্রাজিলকে করোনার বিরুদ্ধে লড়াই তারকা স্ট্রাইকার বিশাল অঙ্ক দিয়েছেন বলে সেদেশের সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। ব্রাজিলিয়ান মিডিয়া সূত্রে পাওয়া খবর অনুয়ায়ী নেইমার, মোট ১ মিলিয়ন ডলার করোনা মোকাবিলায় দান করেছেন।

দুটি অংশে এই দান করেছেন নেইমার

দুটি অংশে এই দান করেছেন নেইমার

দুটি অংশে এই দান করেছেন নেইমার। বিশাল অর্থের একটি পরিমাণ নেইমার ইউনিসেফ ও বাকিটা ব্রাজিল সরকারকে করোনার সংক্রমণ প্রতিরোধের জন্যে দান করেছেন। উল্লেখ্য গত সপ্তাহে নেইমার গোটা এই বিপুল অর্থ দান করেন বলে ব্রাজিলিয়ান মিডিয়া সূত্রে খবর। তবে ব্যক্তিগতভাবে বিশ্বসংকটের এই পরিবেশে নিজের দানের অঙ্ক প্রকাশ করতে না চাওয়ার কারণে পরিবারের লোকজন ছাড়া নেইমার ঠিক কত টাকা সাহায্য করেছেন, সেটি প্রকাশ করা হয়নি। নেইমার নিজেও সোশ্যাল মিডিয়ায় এর কোনও উল্লেখ করেনি।

করোনা সংক্রমণে বন্ধ ফুটবল

করোনা সংক্রমণে বন্ধ ফুটবল

উল্লেখ্য নেইমার বর্তমানে ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে খেলেন। ফ্রান্সে করোনা আতঙ্ক শুরু হওয়ার পর তিনি ব্রাজিলে ফিরে এসেছিলেন। করোনা ভাইরাসের সংক্রমণে ইউরোপ বিপুল ক্ষতি হয়েছে। ইউরোপের ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স প্রতিটি দেশই করোনা সংক্রমিত হয়। বিপদের আঁচ করে ইউরোপে এখন সমস্ত ফুটবল টুর্নামেন্ট বন্ধ। এই পরিবেশে ব্রাজিল ফিরে যান নেইমার।

দেশে ফিরে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার

দেশে ফিরে সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার

ব্রাজিলে ফিরে গিয়ে অবশ্য সেল্ফ কোয়ারেন্টাইন না মেনে নেইমার বেশ সমালোচিত হয়েছিলেন। বন্ধুদের সঙ্গে চুটিয়ে বিচ ফুটবল খেলেন নেইমার। সেই ছবি ও ভিডিও প্রকাশ পেতে নেইমারের 'সামাজিক দূরত্ব' নীতিও না মানা নিয়ে ব্রাজিলে সমালোচনার ঝড় ওঠে।

English summary
Neymar donates 1M doller to fight against impact of coronavirus in Brazil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X