For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন কোম্পানির ব্র্যান্ডিংয়ের সাজলো ইস্টবেঙ্গল তাঁবু, আইএসএল স্বপ্নে নতুন আশা

নতুন কোম্পানির ব্র্যান্ডিংয়ের সাজলো ইস্টবেঙ্গল তাঁবু, আইএসএল স্বপ্নে নতুন আশা

  • |
Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর। আসন্ন মরসুমে ক্লাব আইএসএলে খেলবে কিনা, ছবিটা পরিষ্কার না হলেও সম্পূর্ণ আশা এখনও শেষ হয়ে যায়নি, সোমবার রাতে নতুন ব্র্যান্ডিংয়ে ক্লাব তাঁবু সেজে ওঠার পর এমনটা বলাই যায়।

পোস্ত

পোস্ত

বেলাশেষের দুরন্ত সাফল্যের পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবার নিয়ে আসছেন পোস্ত। আক্ষরিক অর্থের দিকে না যাওয়াই ভাল, পরিচালকও যাননি। মধ্যবিত্তের আবেগ নিয়েই নতুন এই ছবি। এই ছবিতে দাদু-ঠাকুমার সঙ্গে বাড়ির ছোট ছোট নাতি-নাতনিদের সম্পর্ক নিয়েই তৈরি এই ছবি।

ইস্টবেঙ্গল কর্তারা যা জানিয়েছিলেন

ইস্টবেঙ্গল কর্তারা যা জানিয়েছিলেন

এফএসডিএল দশ দলের আইএসএলের প্রাথমিক ঘোষণা করে দিলেও লাল-হলুদ ক্লাবের কর্তারা হাল ছাড়েননি। ইনভেস্টরের ছবিটা চলতি সপ্তাহে ক্লাব কর্তারা পরিষ্কার করে দিতে চলেছেন বলে জোর গলায় দাবি জানিয়েছিলেন।

প্রজাপতি বিস্কুট

প্রজাপতি বিস্কুট

বাঙালির অতি প্রাণের প্রজাপতি বিস্কুট। পাড়ার মোড়ের দোকানের প্রজাপতি বিস্কুট না পেলে চাটাও যেন জমে না। তবে পাড়ার দোকানের এই প্রজাপতি বিস্কুট কিন্তু গল্পের কেন্দ্রে নয়। কেন্দ্রে বরং প্রজাপতি মানে বিয়ে ও বিয়ে পরবর্তী প্রেম। পরিচালনায় ওপেনটি বায়োস্কোপ ছবির পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।

ক্লাবের নতুন কোম্পানির ব্র্যান্ডিং

ক্লাবের নতুন কোম্পানির ব্র্যান্ডিং

ইস্টবেঙ্গলে কানাঘুষো খবর, কর্তারা দু-একদিনের মধ্যেই নতুন ইনভেস্টারের নাম ঘোষণা করতে পারেন। তার আগে সোমবার রাতে ইস্টবেঙ্গল জুড়ে নতুন এক কোম্পানির ব্র্যান্ডিং শুরু হয়ে গেল।

রসগোল্লা

রসগোল্লা

রসগোল্লা কার? বাংলার না ওড়িশার? এই তর্ক চলার সময়ই পরিচালক পাভেল ঠিক করেছিলেন তাঁর পরবর্তী ছবির সাবজেক্ট হবে এই রসগোল্লাই। শুধু ছবির শিরোনামেই নয়, সিনেমার গল্পেও আষ্টেপিষ্টে রয়েছে রসগোল্লা। রসগোল্লার ইতিহাসকেই তুলে ধরা হচ্ছে এই ছবিতে।

ভোলটাস-বেকোর ব্র্যান্ডিংয়ের সাজলো ইস্টবেঙ্গল তাঁবু

ভোলটাস-বেকোর ব্র্যান্ডিংয়ের সাজলো ইস্টবেঙ্গল তাঁবু

সোমবার রাতে ভোলটাস-বেকোর ব্র্যান্ডিংয়ের সাজলো ইস্টবেঙ্গল তাঁবু।গ্যালারি এবং তাঁবুতে ব্র্যান্ডিং দেখে সমর্থকদের মনে প্রশ্ন জাগছে তবে ভোলটাস-বেকোই কি এবারের ইস্টবেঙ্গলের মূল স্পনসর? শোনা যাচ্ছে, ক্লাবকে নির্দিষ্ট টাকা দিলেও ইস্টবেঙ্গলের ফুটবল দলের সঙ্গে ভোলটাস বেকো সরাসরি যুক্ত নাও হতে পারে।

বরফি

বরফি

নামে বরফি থাকলেও ছবির গল্প কিন্তু কাজু বরফি নয়। বরং এই গল্প কথা বলতে না পারা মরফির। যদিও সেই নামের অপভ্রংশ হয়েই হয়ে যায় বরফি। অনুরাগ বসুর এই ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ইলিয়ানা ডিক্রুজ।

এখন দেখার ইস্টবেঙ্গল কবে সরকারিভাবে স্পনসর ঘোষণা করে

এখন দেখার ইস্টবেঙ্গল কবে সরকারিভাবে স্পনসর ঘোষণা করে

এর মাঝেই এফএসডিএলের পক্ষ থেকে ১০ অগাস্টের মধ্যে আইএসএলের ফ্র্যাঞ্চাইজিগুলিকে নতুন মরসুমের জন্য হোম-অ্যাওয়ে জার্সির নকশা জমা দিতে বলা হয়েছিল। কিন্তু জার্সির নকশা জমা পড়ার মধ্যে ইস্টবেঙ্গলের নাম নেই। ফলে ইস্টবেঙ্গল সত্যিই কি এবার আইএসএল খেলবে কিনা সেই নিয়ে বিস্তর আলোচনা চলছে। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল স্পনসর ঘোষণা করে ফাইনাল ল্যাপে চমক দিয়ে আইএসএলে ঢুকে পড়তে পারে কিনা, সেটাই এখন দেখার।

মাছ মিষ্টি অ্যান্ড মোর

মাছ মিষ্টি অ্যান্ড মোর

বাঙালি মানেই মাছ আর মিষ্টি নয়। বদলে যাওয়া কলকাতায় মাছ আর মিষ্টির চেয়েও বেশি কিছু রয়েছে। এই নতুন স্বাদটাই এই ছবিতে চুলে ধরেছেন পরিচালক। মিচকে সংলাপ, অচেনা কলকাতা দারুণ।

খিচুড়ি : দ্য মুভি

খিচুড়ি : দ্য মুভি

খিচুড়ি সিরিজ টেলিভিশনে বাজিমাত করেছিল। এর আকাশছোঁয়া জনপ্রিয়তার কারণেই পরে টেলিভিশন থেকে বড় পর্দায় আসে খিচুড়ি। ছবির নাম এক থাকলেও বক্সঅফিসে কিন্তু টেলিভিশনের মতো প্রভাব পড়েনি।

গরমমশালা

গরমমশালা

এই ছবিতে যে হারে জন আব্রাহাম এবং অক্ষয়কুমার শার্ট খুলেছেন আর অভিনেত্রীরা বিকিনি পরে শরীর প্রদর্শন করেছেন তাতে এছবির নাম গরমমশলা থাকা একেবারে যথার্থ।

আলু চাট

আলু চাট

এই ছবির নাম কেন এমন অদ্ভুৎ বেছে নেওয়া হয়েছিল তা এখনও উদ্ধার করা গেল না। তবে ছবির গল্পের দিক থেকে দেখতে গেলে ছবির দুই কেন্দ্রীয় চরিত্র ভিন্ন ধর্মের। কিন্তু তার সঙ্গে আলু চাটের কি সম্পর্ক তা সত্যিই বোঝা গেল না।

লাভ শাভ দে চিকেন খুরানা

লাভ শাভ দে চিকেন খুরানা

এই ছবি আপাদমস্তক রান্না ও হেঁশেল ঘিরে। প্রাচীন সিক্রেট চিকেন রেসিপির রহস্য উদ্ধার নিয়ে এই ছবি। দারুণ স্টোরিলাইন।

চিনি কম

চিনি কম

আর বাল্কির চিনি কম ছবি না দেখাটা সত্যিই বড় মিস। লন্ডনের একনম্বর ভারতীয় রেস্তোরাঁর খিটখিটে বদমেজাজি বৃদ্ধ শ্যেফ এবং তাঁর বয়সের অর্ধেক বয়সের এক মহিলার সঙ্গে তাঁর প্রেম। এই নিয়েই ছবি চিনি কম। নামটা একেবারে যথার্থ।

অক্সিজেনের মাত্রা কমতে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত হকি তারকা মনদীপ সিংঅক্সিজেনের মাত্রা কমতে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত হকি তারকা মনদীপ সিং

English summary
New voltas beko branding in East Bengal gound, Fans hopes clubs to play Isl this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X