For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro 2020: দ্বিতীয়ার্ধেই ৫ গোল, লড়াকু ইউক্রেনকে হারাল নেদারল্যান্ডস

Google Oneindia Bengali News

ইউরো কাপের গ্রুপ সি-র ম্যাচে ইউক্রেনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় নেদারল্যান্ডসের। আমস্টারডামে এই ম্য়াচে ডাচদের জয় ৩-২ গোলে, সব কটি গোলই হল দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধেই ৫ গোল, লড়াকু ইউক্রেনকে হারাল নেদারল্যান্ডস

(ছবি- উয়েফা ইউরো ২০২০ টুইটার)

এখনও অবধি ইউরো কাপের সেরা ম্যাচটি হল আমস্টারডামে। শুরু থেকেই আক্রমণের রাস্তা বেছে নিয়েছিল নেদারল্যান্ডস। অন্যদিকে, ইউক্রেনের লক্ষ্য ছিল ঘর সামলে আক্রমণে যাওয়া। আক্রমণ, প্রতি আক্রমণে প্রথম থেকেই টানটান লড়াই হচ্ছিল নেদারল্যান্ডস-ইউক্রেন ম্যাচে। প্রথম থেকেই বেশ কিছু দুরন্ত সেভের মাধ্যমে ইউক্রেন গোলকিপার হিওরি বুশচান দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে ইউক্রেন অর্ধে চাপ থাকলেও ডাচ আক্রমণ প্রতিহত হচ্ছিল বারবার। তারই মধ্যে প্রতি আক্রমণে গিয়ে গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারছিল না আন্দ্রেই শেভচেঙ্কোর লড়াকু ইউক্রেন। সবমিলিয়ে প্রথমার্ধ ছিল গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে লড়াই হল আরও উপভোগ্য। ৫২ মিনিটে জেওরজিনিও উইজনালডামের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এর ছয় মিনিট পরই বৌত ওয়েঘোস্টের গোলে ব্যবধান বাড়ায় ডাচরা। স্বাভাবিকভাবেই আমস্টারডামের ইওহান ক্রুয়েফ অ্যারেনায় কমলা ঝড় উৎসবের মেজাজ এনে দেয় কমলা গ্যালারিতে।

তবে হঠাৎই আশঙ্কা তৈরি হয় চার মিনিটের ব্যবধানে গোল করে ইউক্রেন সমতা ফেরানোয়। ৭৫ মিনিটে রোমান ইয়ারেমচুকের অ্যাসিস্টে আন্দ্রি ইয়ারমোলেনকো গোল করে ব্যবধান কমানোর চার মিনিট পরেই মলিনোভস্কির দুরন্ত ফ্রি কিকে মাথা ছুঁইয়ে ম্যাচে সমতা ফেরান ইয়ারেমচুক।

আগের ইউরোতে গ্রুপ পর্যায়ে তিন ম্যাচের তিনটিতে হারা ইউক্রেন যখন সমতা ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে তখনই নাথান আকের ক্রস থেকে জয়সূচক গোল করে যান ডেঞ্জেল ডামফ্রিস। ৮৫ মিনিটের মাথায় কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করে ইউরোর প্রথম ম্যাচে দলকে কাঙ্ক্ষিত জয় এনে দেন তিনি। ২০১৬ সালের ইউরোয় খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি নেদারল্যান্ডস। ফলে ৯ বছর পর ইউরোর আসরে জয় দিয়েই অভিযান শুরু করল ডাচরা। আমস্টারডামেই বৃহস্পতিবার গ্রুপশীর্ষে থাকা অস্ট্রিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ওইদিনই বুখারেস্টে ইউক্রেনের সামনে উত্তর ম্যাসিডোনিয়া।

English summary
Netherlands Beat Ukraine By 3-2 Goals In Group C Match Of Euro 2020. All The Goals Scored In The Second Half.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X