For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাসনের কোপে মুম্বই সিটি এফসির জুনিয়র দল, সঙ্গে জরিমানা

নির্বাসন ও জরিমানার কোপে আইএসএলের দল মুম্বই সিটি এফসির অনুর্ধ্ব-১৮ দল

  • |
Google Oneindia Bengali News

নির্বাসন ও জরিমানার কোপে আইএসএলের টিম মুম্বই সিটি এফসির অনুর্ধ্ব-১৮ দল। চলতি মরসুমের বাকি সময়ের জন্য মুম্বই সিটি এফসির জুনিয়র দল নির্বাসিত হয়েছে। ম্যাচ রেফারিকে নিগ্রহ করার জন্য দলের বিরুদ্ধে কঠোর শাস্তির সিদ্ধান্ত জানানো হয়েছে।

নির্বাসনের কোপে মুম্বই সিটি এফসির জুনিয়র দল, সঙ্গে জরিমানা

জানা গিয়েছে চলতি মাসের ১১ ডিসেম্বর মুম্বই জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের এলিট ডিভিশনের ম্যাচে কর্ণাটক এসএ ক্লাবের বিরুদ্ধে ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটে। বান্দ্রার নেভিলে ডিসুজা মাঠে ম্যাচের শেষে মুম্বই এফসির অনূর্ধ্ব-১৮ দলের পক্ষ থেকে ম্যাচ রেফারিকে গালিগালাজ ও নিগ্রহ করা হয় বলে অভিযোগ ওঠে।

শুধু তাই নয় দলের কোচ ও গোলকিপার কোচ শারীরিকভাবে ম্যাচের সহকারি রেফারি উমেশ প্যাটেলকে নিগ্রহ করে বলে গুরুতর অভিযোগ ওঠে। যার পর শৃঙ্খলা রক্ষা কমিটি পুরো ঘটনার তদন্ত করে দেখার পর মুম্বই সিটি ক্লাবের জুনিয়র দলের বিরুদ্ধে নির্বাসন ও জরিমানার সাজা ঘোষণা করেছে।

রেফারি নিগ্রহের কারণে ক্লাবকে মরসুমের বাকি ম্যাচগুলি থেকে নির্বাসন করা হয়েছে, তাছাড়া ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। দলের গোলকিপার কোচ আব্দুল কোয়াদির, ফিজিও জয় সিং, কোচ মোহন দাস ও সহকারী কোচ সুপ্রীত জাথানাকে নির্বাসন করা হয়েছে।

English summary
Mumbai city FC U-18 get season ban and fine for referee assault
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X