
মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ঘরের মাঠে পরাজিত গত আইএসএল-এর রানার্স দল
ঘরের মাঠে আবারও পরাজিত গত আইএসএল-এর রানার্স দল কেরালা ব্লাস্টার্স। কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে লিগের অন্যতম শক্তিশালী দল মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে ০-২ গোলে পরাজিত হল কেরালা ব্লাস্টার্স। নিজেদের শেষ ঘরের ম্যাচে কেরালা ব্লাস্টার্স পরাজিত হয়ে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। মাঝে অ্যাওয়ে ম্যাচে তারা ওড়িসা এফসির কাছে পরাজিত হয়।

মুম্বইয়ের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট মাঠে ফেলে আসার কারণে হারের হ্যাটট্রিক করে ফেল কেরালা ব্লাস্টার্স। লিগের লড়াইয়ে ঘুরে দাঁড়াতে হলে এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট প্রয়োজন ছিল কেরালা ব্লাস্টার্সের। কিন্তু তিন পয়েন্ট দূরে থাক এক পয়েন্টও পেল না হলুদ জার্সিধারীরা। এ দিনের ম্যাচে দু'টি গোলই আসে প্রথমার্ধে। ২১ মিনিটে মেহতাব সিং-এর গোলে এগিয়ে যায় মুম্বই সিটি এফসি। ১০ মিনিটের ব্যবধানে বাণিজ্য নগরীর দলটির হয়ে দ্বিতীয় গোলটি করে মুম্বইকে ২-০ গোলে এগিয়ে দেন জর্জে পেরেরা ডিয়াজ।
হারলেও বল পজিশনের বিচারে এগিয়ে ছিল কেরালা ব্লাস্টার্স। ৫৩ শতাংশ বল পজিশন ছিল তাদের দখলে, সঠিক পাস খেলার দিক থেকেও এগিয়ে কেরালা। ৭৯ শতাংশ সঠিক পাস খেলেছে কেরালা, সেখানে মুম্বই খেলেছে ৭৪ শতাংশ সঠিক পাস। উভয় দলই গোললক্ষ্য করে চারটি করে শট মেরেছিল। এই ম্যাচে জয়ের ফলে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল মুম্বই সিটি এফসি। তারা চার ম্যাচের মধ্যে দুইটি জিতেছে এবং দুইটি ড্র করেছে। অপর দিকে, কেরালা ব্লাস্টার্স চার ম্যাচে ৩ পয়েন্ট নবম স্থানে রয়েছে। প্রথম ম্যাচে একমাত্র জয়টি পেয়েছিল কেরালা। ইস্টবেঙ্গলকে নিজেদের ঘরের মাঠে পরাজিত করেছিল তারা।
শনিবার আইএসএল-এর সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান। শুধু আয়োজকরাই নয়, গোটা ভারতীয় ফুটবলের নজর রয়েছে এই ম্যাচের দিকে শনিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গণের সবুজ ঘাসে। এই ম্যাচটাই আইএসএল-এর প্রধান ইউএসপি।