For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহামেডান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিশ্বজিৎ ভট্টাচার্যকে

দলে ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের জন্য মহামেডানের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিশ্বজিৎ ভট্টাচার্যকে। তাঁর বদলে নতুন কোচ হলেন মৃদুল ব্যানার্জি।

  • By Koushik Chakraborty
  • |
Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গলের কোচ নাটকের মধ্যেই বিশ্বজিৎ ভট্টাচার্যকে কোচের পদ থেকে সরিয়ে দিল কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোটিং ক্লাব। দ্বিতীয় ডিভিশন আই লিগে লাগাতার খারাপ পারফরম্যান্সের জন্য কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল তাঁকে। ময়দানের 'সানগ্লাস কোচ' বিশ্বজিতের পরিবর্তে পুরনো কোচ মৃদুল ব্যানার্জিকেই বেছে নিল মহামেডান।

মহামেডান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল বিশ্বজিৎ ভট্টাচার্যকে

গত বছর সন্তোষ ট্রফিতে বাংলার দায়িত্ব নেওয়ায় মৃদুল ভট্টাচার্যকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মহামেডানের কর্মকর্তারা। তাঁর কোচিংয়ে ২০১৭ কলকাতা লিগে রানার্সও হয়েছিল মহামেডান। তবুও সরে যেতে হয়েছিল তাঁকে।

তবে যে দায়িত্ব নেওয়ার জন্য তাঁকে হারাতে হয়েছিল মহামেডান কোচের পদ, সেই দায়িত্বে সম্পূর্ণ ভাবে সফল হয়েছিলেন ময়াদানের এই পোড় খাওয়া কোচ। তাঁর কোচিংয়ে ছয় বছর পর সন্তোষ ট্রফি আসে বাংলায়।

মহামেডানের দায়িত্ব নিয়েই মৃদুল স্পষ্ট বলেন, 'আমি ম্যাজিশিয়ন নই। আমি দায়িত্ব নিলেই যে বাকি তিনটে ম্যাচে দল ভাল ফল করবে তা নয়। এই কথা আমি ক্লাব ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছি। এখনও এক দিনও প্র্যাক্টিস করাইনি এই দলকে। আমার থেকে সাফল্য পেতে হলে ধৈর্য্য ধরতে হবে সদস্য সমর্থকদের।'

English summary
Mridul Banerjee to replace Biswajit Bhattacharya as new head coach of Mohammedan Sporting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X